ঢাকা, বুধবার, ৭ জ্যৈষ্ঠ ১৪৩২, ২১ মে ২০২৫, ২৩ জিলকদ ১৪৪৬

বিনোদন

চলতি বছরে জয় শাহরিয়ারের প্রথম গান

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯:৩২, ফেব্রুয়ারি ২৯, ২০২০
চলতি বছরে জয় শাহরিয়ারের প্রথম গান জয় শাহরিয়ার

সংগীতশিল্পী জয় শাহরিয়ার প্রকাশ করলেন তার নতুন গান ‘তুমি’। ইশতিয়াক আহমেদের কথায় গানটির সুর ও সংগীতায়োজন করেছেন শিল্পী নিজেই। 

শনিবার (২৯ ফেব্রুয়ারি) আজব রেকর্ডসের ইউটিউব চ্যানেলে গান-ভিডিওটি অবমুক্ত করা হয়েছে। আন্দামানের হ্যাভলক আইল্যান্ডে ভিডিওটির চিত্রায়ন হয়েছে।

গানচিত্রটি পরিচালনা করেছেন জয় শাহরিয়ার নিজেই। চিত্রায়ন করেছেন জেসমিন নাহার ও সম্পাদনা করেছেন বর্ণ চক্রবর্তী।  

নতুন এ গান সম্পর্কে জয় শাহরিয়ার বলেন, এ বছর আমার প্রথম গান ‘তুমি...’। ধারাবাহিকতা ধরে রেখে আমার মতো করেই গানটি করেছি। তবে এই সময়ের সাউন্ডস্কেপ রাখার চেষ্টা করেছি। প্রথমবারের মত প্রিয় লেখক ইশতিয়াক আহমেদের কথায় গান বেঁধে ভালো লেগেছে।  

আজব রেকর্ডসের পাশাপাশি ‘তুমি...’  সব মোবাইল স্ট্রিমিং প্ল্যাটফর্মে শুনতে পারবেন শ্রোতারা।

ভিডিও:

 

বাংলাদেশ সময়: ১৯৩২ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৯, ২০২০
ওএফবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।