ঢাকা, বুধবার, ৭ জ্যৈষ্ঠ ১৪৩২, ২১ মে ২০২৫, ২৩ জিলকদ ১৪৪৬

বিনোদন

এবার আরজে ন্যানসি

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২:৩২, মার্চ ১, ২০২০
এবার আরজে ন্যানসি

গানের ভুবনে জনপ্রিয় নাম নাজমুন মুনিরা ন্যানসি। এবার তিনি মিডিয়াতে আত্মপ্রকাশ করতে যাচ্ছেন নতুন পরিচয়ে। আর সেটি হলো আরজে ন্যানসি।

শনিবার (২৯ ফেব্রুয়ারি) বাংলাদেশের জনপ্রিয় রেডিও ক্যাপিটাল এফএম ৯৪.৮-এর সঙ্গে দুই বছরের জন্য চুক্তি করেন এই সংগীতশিল্পী। এ সময় উপস্থিত ছিলেন ক্যাপিটাল এফএম’র সেলস হেড শুভেন্দু সাহা, নাফিজ রেদওয়ান শান্ত, আরজে জাহান অরণ্য প্রমুখ।

 

ক্যাপিটাল এফএম-এ ন্যানসি উপস্থাপিত অনুষ্ঠানটির নাম ‘লাইভ উইথ ন্যানসি’।  

এ প্রসঙ্গে ন্যানসি বলেন, ‘আমি গানের মানুষ। কথা বলতে পারি কম। আমার মনে হয় এই খোলশ থেকে বেরিয়ে আসা প্রয়োজন। রেডিও ক্যাপিটাল আমাকে যখন এই অনুষ্ঠানটি করার প্রস্তাব দেয়, আমি প্রথমে কিছুটা চিন্তায় পড়ে যাই। আমি কি আসলে পারব কথা বলতে! পরবর্তিতে অনুষ্ঠান সম্পর্কে জেনে আমার অনেক ভালো লাগলো এবং তাদের হ্যাঁ বলে দিলাম। আশা করছি অনুষ্ঠানটি শ্রোতাদের ভালো লাগবে।  

বাংলাদেশ সময়: ১২৩০ ঘণ্টা, মার্চ ০১, ২০২০
ওএফবি/এমকেআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।