ঢাকা, বুধবার, ৭ জ্যৈষ্ঠ ১৪৩২, ২১ মে ২০২৫, ২৩ জিলকদ ১৪৪৬

বিনোদন

হৃদির প্রথম সিনেমায় জুটি বাঁধলেন পরীমণি-দীপ

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১:৩২, মার্চ ২, ২০২০
হৃদির প্রথম সিনেমায় জুটি বাঁধলেন পরীমণি-দীপ

এবার সিনেমা পরিচালনা করছেন অভিনেত্রী ও নির্মাতা হৃদি হক। তার প্রথম সিনেমায় জুটি বেঁধে অভিনয় করছেন অভিনেত্রী পরীমণি ও অভিনেতা সুদীপ বিশ্বাস দীপ। ২০১৮-২০১৯ অর্থ বছরে সরকারি অনুদান প্রাপ্ত ‘১৯৭১ সেই সব দিন’ সিনেমাতে দেখা যাবে তাদের। 

মঙ্গলবার (০৩ মার্চ) থেকে ঠাকুরগাঁওয়ে সিনেমাটির শুটিং শুরু হচ্ছে, চলবে টানা পাঁচ দিন। কয়েকদিন আগেই সিনেমাটির পুরো ইউনিট সেখানে পৌঁছেছে।

বড় পর্দায় পরীমণির ক্যারিয়ার শুরু হয়েছে অনেক আগেই। তবে বেশ কয়েকটি সিনেমায় অভিনয় করলেও এখনো বড় পর্দায় অভিষেক ঘটেনি ‘এইচবিও এশিয়া’ অরিজিনাল ওয়েব সিরিজে অভিনয় করে প্রশংসিত অভিনেতা দীপ। পরীর সঙ্গে দীপ এবারই প্রথম জুটি বাঁধলেন।  

এ সম্পর্কে হৃদি হক বলেন, এটি আমার প্রথম সিনেমা। তাই বিশেষ যত্ন নিয়ে সিনেমাটির কাজটি করছি।  আমার বিশ্বাস মুক্তিযুদ্ধ নিয়ে দর্শকদের ভালো একটি সিনেমা উপহার দিতে পারবো। এজন্য আমি সবার সহযোগিতা চাই।

মুক্তিযুদ্ধভিত্তিক গল্পে ‘১৯৭১ সেই সব দিন’র চিত্রনাট্য হৃদি হক নিজেই করেছেন। পরীমণি-দীপ ছাড়া শুটিংয়ে আরও বেশ কয়েকজন শিল্পী অংশ নিচ্ছেন।

বাংলাদেশ সময়: ২১৩১ ঘণ্টা, মার্চ ০২, ২০২০
জেআইএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।