ঢাকা, সোমবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

বিনোদন

ভালো আছেন এন্ড্রু কিশোর, দেশে ফিরছেন মার্চের শেষ সপ্তাহে

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩০৬ ঘণ্টা, মার্চ ৪, ২০২০
ভালো আছেন এন্ড্রু কিশোর, দেশে ফিরছেন মার্চের শেষ সপ্তাহে

গত বছরের ১১ সেপ্টেম্বর থেকে সিঙ্গাপুর জেনারেল হাসাপাতালে চিকিৎসাধীন উপমহাদেশের প্রখ্যাত সংগীতশিল্পী এন্ড্রু কিশোর। 

দীর্ঘ দিনের চিকিৎসার পর এখন বেশ সুস্থ আছেন তিনি এবং চলতি মাসের (মার্চ) শেষ সপ্তাহে দেশে ফিরছেন গুণী এই সংগীতশিল্পী। বিষয়টি বাংলানিউজকে নিশ্চিত করেছেন এন্ড্রু কিশোরের ঘনিষ্ঠজন-সংগীতশিল্পী মোমিন বিশ্বাস।

তিনি বলেন, প্রধানমন্ত্রী চিকিৎসার যাবতীয় দায়িত্ব নেওয়ার পর থেকে দাদা মানসিক স্বস্তিটা ফিরে পেয়েছেন। গত ৮ ফেব্রুয়ারি থেকে তিনি মোটামুটি খেতে পারছেন। খাবারে ভালো রুচিও পেয়েছেন। এরই মধ্যে কেমো দেওয়াও সম্পন্ন হয়েছে। মানুষের দোয়া-প্রার্থনায় এখন বেশ সুস্থ আছেন। এখন আর কোনো জটিলতা নেই, মার্চের শেষ সপ্তাহেই দাদা দেশে ফিরছেন।

এন্ড্রু কিশোরতিনি আরও বলেন, এখন থেকে দাদার মেইনটেন্যান্স থেরাপি চলবে। অর্থাৎ নির্দিষ্ট সময় পর্যন্ত ৩ থেকে ৪ মাস পরপর চিকিৎসা নেওয়া জন্য সিঙ্গাপুর যেতে হবে। এরপর সেটা ৬ মাস পরপর এবং পরবর্তীতে ১ বছর অন্তর অন্তর চিকিৎসা নিতে হবে। এভাবে এই থেরাপি চলতেই থাকবে।

গত বছরের ৯ সেপ্টেম্বর উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুরের উদ্দেশ্যে দেশ ছাড়েন এন্ড্রু কিশোর। দীর্ঘ ৬ মাসের চিকিৎসার পর এখন তিনি বেশ সুস্থ হয়ে উঠেছেন। বর্তমানে চিকিৎসাধীন এন্ড্রু কিশোরের পাশে রয়েছেন তার স্ত্রী লিপিকা এন্ড্রু।

বাংলাদেশ সময়: ১৩০৬ ঘণ্টা, মার্চ ০৪, ২০২০
ওএফবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।