ঢাকা, বুধবার, ৭ জ্যৈষ্ঠ ১৪৩২, ২১ মে ২০২৫, ২৩ জিলকদ ১৪৪৬

বিনোদন

বঙ্গবন্ধুর উক্তি নিয়ে চলচ্চিত্র ‘চল যাই’

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫:০২, মার্চ ৫, ২০২০
বঙ্গবন্ধুর উক্তি নিয়ে চলচ্চিত্র ‘চল যাই’

হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি তথা জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান’র একটি উক্তিকে উপজীব্য করে নির্মিত হলো পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র ‘চল যাই’। 

শুক্রবার (৬ মার্চ) বসুন্ধরা স্টার সিনেপ্লেক্স ও যমুনা ব্লকবাস্টারে সিনেমাটি মুক্তি পাচ্ছে। এতে অভিনয় করেছেন- আনিসুর রহমান মিলন, তাসনুভা তিশা, লুসি তৃপ্তি গোমেজ, হুমায়রা হিমু, সাব্বির হাসান, হৃতিকা ইসলাম, নাভিদ মুনতাসির, শিশুশিল্পী শরীফুলসহ অনেকে।

 

খালিদ মাহবুব তূর্যর গল্প ও চিত্রনাট্যে ‘চল যাই’ নির্মাণ করেছেন মাসুমা রহমান তানি। এন ইনিশিয়েটিভ মাল্টিমিডিয়ার এ সিনেমাটি প্রযোজনা করেছেন রাসেল মাহমুদ। আর অনুদান করেছেন সোহানী হোসেন।  

এ প্রসঙ্গে মাসুমা রহমান তানি বলেন, কয়েকজন তরুণ-তরুণীর দিশা খুঁজে পাওয়ার গল্প ‘চল যাই’। যে গল্পে নিবিড়ভাবে এসেছে মুক্তিযুদ্ধ। যে যুদ্ধের বাতিঘর জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান।  

এ সিনেমায় গুরুত্বপূর্ণ একটি চরিত্রে অভিনয় করেছেন আনিসুর রহমান মিলন। তিনি বলেন, অনেক সুন্দর একটি গল্পের উপর ভিত্তি করে এই সিনেমাটি নির্মাণ করা হয়েছে। এখানে বেশ কিছু তরুণ অভিনেতা-অভিনেত্রী অভিনয় করেছেন। অনেক ভালো অভিনয় করেছেন তারা। আর চলচ্চিত্রের গল্প নিয়ে যদি বলতে চায়, তবে বলতেই হবে- অসাধারণ।  

তিনি আরও বলেন, জাতির পিতা’র একটি উক্তি নিয়ে এতো সুন্দর সিনেমা হতে পারে, তা না দেখলে বোঝা যাবে না।  

এর আগে বুধবার (৪ মার্চ) সিনেমাটি মুক্তি উপলক্ষে বারিধারার একটি রেস্টুরেন্টে এক সাংবাদিক সম্মেলনের আয়োজন করা হয়।

বাংলাদেশ সময়: ১৫০২ ঘণ্টা, মার্চ ০৫, ২০২০
ওএফবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।