ঢাকা, সোমবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

বিনোদন

মুজিববর্ষ উপলক্ষে টেলিফিল্ম ‘বঙ্গবন্ধু কর্নার’

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৩৮ ঘণ্টা, মার্চ ৫, ২০২০
মুজিববর্ষ উপলক্ষে টেলিফিল্ম ‘বঙ্গবন্ধু কর্নার’

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী ও মুজিববর্ষ উপলক্ষে নির্মিত হলো টেলিফিল্ম ‘বঙ্গবন্ধু কর্নার’। নিজের রচনায় টেলিফিল্মটি পরিচালনা করেছেন রানা মাসুদ।

বিশেষ এই টেলিফিল্মে অভিনয় করেছেন প্রাণ রায়, মৌসুমী হামিদ, আরমান পারভেজ মুরাদ, সোহেল খান, আলম সোহাগ প্রমুখ।

নাটকটির গল্পে দেখা যাবে, সেলিম একটি পুস্তক বিক্রয় কেন্দ্র প্রতিষ্ঠা করে খুব একটা লাভবান হতে পারেননি।

তবে তিনি তার লাইব্রেরীতে বসে বই পড়ার সুযোগ করে দিয়ে এলাকার তরুণ প্রজন্মের মধ্যের মুক্তিযুদ্ধ এবং  বঙ্গবন্ধু তথা দেশাত্মবোধ জাগ্রত করতে ইতিবাচক ভূমিকা রাখছেন।  

নাটকের এক পর্যায় সেলিম নিজের লেখা ‘বঙ্গবন্ধু ও বাংলাদেশ’ কাব্য গ্রন্থটি যুক্তরাষ্ট্র প্রবাসী বন্ধু বাদশাকে প্রকাশ করার প্রস্তাব দেবে বলে ঠিক করেন। কিন্তু তার স্ত্রী পারুলী ছেলের ভবিষ্যতের কথা ভেবে তাদের যুক্তরাষ্ট্রে নিয়ে যাবার ব্যবস্থা নেওয়ার জন্য স্বামীকে প্রভাবিত করে। এভাবে এগিয়ে যায় গল্প।

‘বঙ্গবন্ধু কর্নার’ টেলিফিল্মটি শুক্রবার (৬ মার্চ) দুপুর ৩টা ৫ মিনিটে চ্যানেল আই’তে প্রচার হবে।

বাংলাদেশ সময়: ১৬৩৭ ঘণ্টা, মার্চ ০৫, ২০২০
জেআইএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।