ঢাকা, শুক্রবার, ৯ জ্যৈষ্ঠ ১৪৩২, ২৩ মে ২০২৫, ২৫ জিলকদ ১৪৪৬

বিনোদন

আসছে ‘মিশন এক্সট্রিম’র টিজার

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫:৫৬, মার্চ ৬, ২০২০
আসছে ‘মিশন এক্সট্রিম’র টিজার

বহুল প্রতীক্ষিত ‘মিশন এক্সট্রিম’ সিনেমার প্রথম পর্ব মুক্তি পেতে যাচ্ছে আসন্ন ঈদুল ফিতরে। মুক্তিকে সামনে রেখে আড়াই মাস আগে থেকে সিনেমাটির প্রচারণা শুরু করা হচ্ছে। সে উপলক্ষে ১২ মার্চ প্রকাশ পাচ্ছে এর প্রথম টিজার।

পুলিশ অ্যাকশন থ্রিলার সিনেমা ‘মিশন এক্সট্রিম’ পরিচালনা করেছেন সানী সানোয়ার ও ফয়সাল আহমদে। কেন্দ্রীয় চরিত্রে রয়েছেন আরেফিন শুভ, জান্নাতুল ফেরদৌস ঐশী, সাদিয়া নাবিলা ও তাসকিন রহমান।

টিজার প্রসঙ্গে সানী সানোয়ার বাংলানিউজকে বলেন, আগে থেকেই আমরা প্রায় তিন মাসব্যাপী প্রচারণার পরিকল্পনা করে রেখেছি। ‘মিশন এক্সট্রিম’র টিজার প্রকাশের মধ্য দিয়ে আমরা প্রচারণার আনুষ্ঠানিক যাত্রা শুরু করবো। টিজারটি দৈর্ঘ্য হবে দেড় মিনিট। এরপর সিনেমা মুক্তির আগে একেবারে ট্রেলার প্রকাশ করা হবে।

‘মিশন এক্সট্রিম’ প্রথম পর্বের নাম হলেও এর সিক্যুয়েলের নাম এখনো জানানো হয়নি। সানী সানোয়ার ও ফয়সাল আহমেদ যৌথভাবে দুইটি সিনেমাই পরিচালনা করছেন।


‘মিশন এক্সট্রিম’ সিনেমাটি পুলিশের কাউন্টার টেরোরিজম ইউনিট তথা ঢাকা মেট্রোপলিটন পুলিশের ‘সিটিটিসি’র কিছু শ্বাসরুদ্ধকর অভিযান থেকে অনুপ্রাণিত হয়ে নির্মাণ করা হচ্ছে। গল্প ও চিত্রনাট্য লিখেছেন সানী সানোয়ার নিজেই।

কপ ক্রিয়েশনের ব্যানারে সিনেমাটির অন্যান্য গুরুত্বপূর্ণ চরিত্রে রয়েছেন- তাসকিন রহমান, সাদিয়া নাবিলা, সুমিত সেনগুপ্ত, শতাব্দী ওয়াদুদ, মাজনুন মিজান, ইরেশ জাকের, মনোজ প্রামাণিক, আরেফ সৈয়দ, রাশেদ মামুন অপু, এহসানুল রহমান, দীপু ইমামসহ অনেকে।

বাংলাদেশ সময়: ১৫৫৫ ঘণ্টা, মার্চ ০৬, ২০২০
জেআইএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।