ঢাকা, সোমবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

বিনোদন

৩ দিনেই ৫০ কোটি ছাড়ালো ‘বাঘি থ্রি’র আয়

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৩৬ ঘণ্টা, মার্চ ৯, ২০২০
৩ দিনেই ৫০ কোটি ছাড়ালো ‘বাঘি থ্রি’র আয়

চলতি বছরে বলিউডে সেরা ওপেনিং করেছে টাইগার শ্রফের ‘বাঘি থ্রি’। সিনেমাটি মুক্তির দিনেই আয় করে ১৭ কোটি ৫০ লাখ রুপি। দ্বিতীয় দিনে এর আয় পৌছায় ৩৩ কোটিতে। এরপর ধারণামাফিক তৃতীয় দিনেই সিনেমাটি পেরিয়ে গেছে অর্ধশত কোটির মাইলফলক। 

বক্স অফিসের খবর অনুযায়ী রোববারে ‘বাঘি থ্রি’ আয় করেছে ১৯-২০ কোটি রুপি। প্রথম সপ্তাহান্তে অর্থাৎ মুক্তির মাত্র তিনদিনেই এর আয় দাঁড়ালো প্রায় ৫৩ কোটি রুপি।

 

২০২০ সালের সবচেয়ে বৃহৎ পরিসরে মুক্তি পেয়েছে ‘বাঘি থ্রি’। হিন্দিবলয়ে মোট ৪৩০০ প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে সিনেমাটি। এছাড়া তামিল নাড়ুতে ১০০ পর্দায় এবং কেরালায়ও ১২০ পর্দায় দেখানো হচ্ছে টাইগারের দুর্ধর্ষ অ্যাকশন সিনেমা। করোনাভাইরাসের ছোবলও দুর্ধর্ষ ‘বাঘি’র যাত্রায় তেমন ক্ষতি করতে পারেনি। বরং ছুটির দিন রোববারে আরও কানায় কানায় ভরে ওঠে প্রেক্ষাগৃহ।  

‘বাঘি’ ফ্র্যাঞ্চাইজির প্রতিটি সিনেমারই প্রারম্ভিক আয় ছিল চোখ ধাঁধানো। ‘বাঘি’ মুক্তি পেয়েছিল ২৭৫০টি সিনেমা হলে, প্রথম দিনের আয় ছিল প্রায় ১২ কোটি রুপি। ৩৫০০ বড় পর্দায় ‘বাঘি টু’ মুক্তি পেয়েছিল ‘গুড ফ্রাইডে’তে। সেটির প্রথম দিনের আয় ছিল ২৫ কোটি রুপি। এবার ‘বাঘি থ্রি’ ৪৩০০ পর্দায় মুক্তি পেয়ে প্রথম দিনে আয় করেছে সাড়ে ১৭ কোটি রুপি।

‘বাঘি থ্রি’ সিনেমাটি পরিচালনা করেছেন আহমেদ খান। অ্যাকশনে ভরপুর সিনেমাটিতে টাইগারের সঙ্গে আরও অভিনয় করেছেন শ্রদ্ধা কাপুর, অঙ্কিতা লোখান্দে, রিতেশ দেশমুখ।

বাংলাদেশ সময়: ১১৩৫ ঘণ্টা, মার্চ ০৯, ২০২০
এমকেআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।