ঢাকা, মঙ্গলবার, ১১ ভাদ্র ১৪৩২, ২৬ আগস্ট ২০২৫, ০২ রবিউল আউয়াল ১৪৪৭

বিনোদন

করোনা আতঙ্কে বন্ধ হচ্ছে কেরালার প্রেক্ষাগৃহ

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭:৪৫, মার্চ ১০, ২০২০
করোনা আতঙ্কে বন্ধ হচ্ছে কেরালার প্রেক্ষাগৃহ

ভারতের কেরালায় করোনা ভাইরাসের আতঙ্কে প্রেক্ষাগৃহ বন্ধ রাখার পরামর্শ দিয়েছে রাজ্য সরকার। মঙ্গলবার (১০ মার্চ) কেরালার মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়ন করোনা ভাইরাস বিস্তার রোধে বিভিন্ন বিধিনিষেধ আরোপের পাশাপাশি আপাতত প্রেক্ষাগৃহ বন্ধ ও জনসমাগম এগিয়ে চলতেও পরামর্শ দিয়েছেন।

কেরালায় করোনা ভাইরাসের প্রকোপ দেখা দিয়েছে। সম্প্রতি সেখানে নতুন করে আরও ৬ জনের দেহে ভাইরাসটি সনাক্ত হয়।

তাই প্রতিরোধ গড়তে নতুন করে রাজ্য সরকার নানা পদক্ষেপ নিতে শুরু করেছেন।  

সরকার সতর্কতার অংশ হিসাবে প্রেক্ষাগৃহের পাশাপাশি স্টেজ শো ও নাটক মঞ্চস্থ করা থেকেও আগামী ৩১ মার্চ পর্যন্ত বিরত থাকার জন্য পরামর্শ দেওয়া হয়েছে।

কেরালায় এখন পর্যন্ত ১২ জনের শরীরে করোনা ভাইরাস পাওয়া গেছে। প্রতিদিনই সে সংখ্যা বাড়ছে।

এদিকে সরকারের অনুরোধের আগেই, করোনা ভাইরাসের প্রাদুর্ভাবে দক্ষিণের অভিনেতা টোবিনো থমাস তার আসন্ন সিনেমা ‘কিলোমিটারস অ্যান্ড কিলোমিটারস’ স্বেচ্ছায় মুক্তি স্থগিত করেছেন। সিনেমাটি বৃহস্পতিবার (১২ মার্চ) প্রেক্ষাগৃহে মুক্তির কথা ছিল।  

বাংলাদেশ সময়: ০০০০ ঘণ্টা, মার্চ ১০, ২০২০
জেআইএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।