ঢাকা, বৃহস্পতিবার, ৮ জ্যৈষ্ঠ ১৪৩২, ২২ মে ২০২৫, ২৪ জিলকদ ১৪৪৬

বিনোদন

জেমস বন্ড অভিনেত্রী ওলগা করোনায় আক্রান্ত

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১:১৮, মার্চ ১৬, ২০২০
জেমস বন্ড অভিনেত্রী ওলগা করোনায় আক্রান্ত

প্রাণঘাতী করোনা ভাইরাসে (কোভিড-১৯) আক্রান্ত হয়েছেন অভিনেত্রী ওলগা কুরিলেনকো। তিনি জেমস বন্ড সিরিজের সিনেমা ‘কোয়ান্টাম অব সোলেস’-এ অভিনয় করে খ্যাতি পেয়েছেন।

করোনা ভাইরাসে আক্রান্ত হওয়ার বিষয়টি সামাজিক যোগাযোগমাধ্যমে ওলগা নিজেই জানিয়েছেন।  

ইনস্টাগ্রামে একটি জানালার ছবি দিয়ে জানান, এক সপ্তাহ ধরে তিনি অসুস্থ।

জ্বর ও দুর্বলতায় ভুগছিলেন। এরপর স্বাস্থ্য পরীক্ষা করিয়ে করোনা ভাইরাসে আক্রান্ত হওয়ার কথা জানতে পারেন তিনি। পোস্টে সবাইকে নিরাপদে থাকার পরামর্শও দিয়েছেন এই অভিনেত্রী।

চল্লিশ বছর বয়সী ওলগার জন্ম ইউক্রেনে। ‘কোয়ান্টাম অফ সোলেস’ সিনেমায় ড্যানিয়েল ক্রেগের বন্ধুর চরিত্রে দারুণ প্রশংসা পান তিনি। এছাড়া ২০১৩ সালে বৈজ্ঞানিক কল্পকাহিনীতে নির্মিত ‘অবলিভিয়ন’ সিনেমাতেও অভিনয় করেছেন এই তারকা।

এদিকে কিছুদিন আগে জানা যায়, অস্কারজয়ী নন্দিত অভিনেতা টম হ্যাঙ্কস ও তার স্ত্রী অভিনেত্রী রিটা উইলসনও করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। ইনস্টাগ্রাম ও টুইটারে হ্যাঙ্কস নিজেই এ খবর জানিয়েছেন। অস্ট্রেলিয়ায় গিয়ে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে পড়েন এই তারকা দম্পতি। এ খবরে মন খারাপ হয়েছে অসংখ্য হ্যাঙ্কসভক্তদের।

বাংলাদেশ সময়: ২১১৭ ঘণ্টা, মার্চ ১৬, ২০২০
জেআইএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।