ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

বিনোদন

কান চলচ্চিত্র উৎসব স্থগিত

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৩৪৩ ঘণ্টা, মার্চ ২০, ২০২০
কান চলচ্চিত্র উৎসব স্থগিত

প্রাণঘাতী করোনা ভাইরাসের কারণে বৈশ্বিক বিপর্যয় নেমে এসেছে। যার প্রভাব পড়েছে বিনোদন দুনিয়াতেও। একে একে বন্ধ হয়ে যাচ্ছে বিশ্বের বড় বড় চলচ্চিত্র উৎসব। এবার এ তালিকায় যুক্ত হয়েছে বিশ্ব চলচ্চিত্রের সবচেয়ে মর্যাদাপূর্ণ মহাযজ্ঞ কান চলচ্চিত্র উৎসব।

আগে থেকেই শঙ্কা ছিল কান চলচ্চিত্র উৎসব বন্ধ হয়ে যাওয়ার। আগামী ১০ এপ্রিল এ বিষয়ে সিদ্ধান্ত জানানোর কথা ছিল কর্তৃপক্ষের।

কিন্তু এর ২০ দিন আগেই আপাতত উৎসব স্থগিতের ঘোষণা দিয়ে বসেছেন আয়োজকরা।

বৃহস্পতিবার (১৯ মার্চ) বিজ্ঞপ্তিতে জানানো হয়, করোনা ভাইরাসের (কোভিড-১৯) কারণে বিশ্বের মানব স্বাস্থ্য এখন হুমকির মুখে। তাই ২০২০ সালের ৭৩তম কান চলচ্চিত্র উৎসব পূর্ব নির্ধারিত সময়ে অনুষ্ঠিত হচ্ছে না। জুনের শেষ ও জুলাইয়ের প্রথম সপ্তাহ পর্যন্ত উৎসবটি স্থগিত থাকবে।

আরও জানানো হয়, বৈশ্বিক অবস্থা এবং ফ্রান্সের অবস্থার উন্নতির ওপর ভিত্তি করে পরবর্তীকালে সিদ্ধান্ত নেওয়া হবে।

২০২০ সালের কান চলচ্চিত্র উৎসব ১২ মে থেকে ২৩ মে পর্যন্ত সময়ে অনুষ্ঠিত হওয়ার কথা ছিল।

এই স্থগিতাদেশের কারণে উৎসবটি এবার বছরের শেষের দিকে চলে যাওয়ার শঙ্কা রয়েছে।

বাংলাদেশ সময়: ০৩৪২ ঘণ্টা, মার্চ ২০, ২০২০
জেআইএম/টিএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।