ঢাকা, শনিবার, ৯ জ্যৈষ্ঠ ১৪৩২, ২৪ মে ২০২৫, ২৬ জিলকদ ১৪৪৬

বিনোদন

রাজামৌলির ‘আরআরআর’: মোশন পোস্টারেই রামচরণের বাজিমাত

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭:১৯, মার্চ ২৮, ২০২০
রাজামৌলির ‘আরআরআর’: মোশন পোস্টারেই রামচরণের বাজিমাত

‘বাহুবলী’খ্যাত চিত্রপরিচালক এস এস রাজামৌলির পরবর্তী সিনেমা ‘আরআরআর’র মোশন পোস্টার প্রকাশিত হলো ২৮ মার্চ। তবে এর সঙ্গে একটি উপলক্ষও রয়েছে। সিনেমাটির মূল চরিত্রাভিনেতা রামচরণের জন্মদিনটাকে বিশেষভাবে স্মরণীয় করে রাখতেই এদিন পোস্টার প্রকাশ করলেন রাজামৌলি।

মোশন পোস্টারে এক নতুন অবতারে ধরা দিয়েছেন তেলুগু সুপারস্টার রামচরণ। ‘মাগাধীরা’খ্যাত এই অভিনেতার নতুন লুক চমকে দিচ্ছে সবাইকে।

তার অভূতপূর্ব দেহসৌষ্ঠব ও উপস্থাপনা মুগ্ধ করছে দর্শকদের। আর তাই রামচরণের ভক্তদের আগ্রহ আরও বহুগুণে বাড়িয়ে দিল পোস্টারটি।

তবে আর যা-ই হোক, করোনার সঙ্কট ভারত থেকে দূর না হওয়া পর্যন্ত সিনেমাটি আলোর মুখ দেখবে না – একথা নিশ্চিত করেই বলা যায়। তবে ভারতজুড়ে লকডাউনে যখন সব ধরণের ফিল্মি কার্যক্রমও বন্ধ হয়ে আছে, তার মধ্যে এই মোশন পোস্টারটি সিনেপ্রেমীদের একটু স্বস্তি দিচ্ছে।  

রাজামৌলির বড় বাজেটের সিনেমাটিতে রামচরণ ছাড়াও অভিনয় করছেন অজয় দেবগণ, জুনিয়র এনটিআর ও আলিয়া ভট্ট।  

দেখুন এস এস রাজামৌলির ‘আরআরআর’ মোশন পোস্টার:

বাংলাদেশ সময়: ১৭১৮ ঘণ্টা, মার্চ ২৮, ২০২০
এমকেআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।