ঢাকা, শুক্রবার, ৯ জ্যৈষ্ঠ ১৪৩২, ২৩ মে ২০২৫, ২৫ জিলকদ ১৪৪৬

বিনোদন

রণকের কথায় জাভেদ হোসাইনের গান ‘তোমার আশ্বাস’

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬:৫৪, মার্চ ৩১, ২০২০
রণকের কথায় জাভেদ হোসাইনের গান ‘তোমার আশ্বাস’

তরুণ কণ্ঠশিল্পী জাভেদ হোসাইনের কণ্ঠে প্রকাশ পেয়েছে গান-ভিডিও ‘তোমার আশ্বাস’।

তোমার আশ্বাসের মিছিলে কত শ্লোগান তুলেছি/তোমার বিশ্বাসের পিঠে চড়ে শত ক্ষত ভুলেছি- এমন কাব্যকথার গানটি লিখেছেন রণক ইকরাম। সুর ও সঙ্গীতায়োজনে দীন ইসলাম শাহরুখ।

গানটির ভিডিও পরিচালনা করেছেন দীন ইসলাম।

কক্সবাজারসহ দেশের বিভিন্ন মনোরম লোকেশনে চিত্রায়িত ভিডিওতে অংশগ্রহণ করেছেন জাভেদ হোসাইন নিজেই। নতুন এ গান প্রসঙ্গে শিল্পী বলেন, ‘অনেক দিন আগে থেকেই গানটি তৈরি ছিল। প্রকাশের তারিখ চূড়ান্ত করার পর করোনা আতঙ্ক শুরু হয়ে গেলো।  

‘পরে সিদ্ধান্ত নিলাম সবাই যেহেতু হোম কোয়ারেন্টিনে, গানটি আটকে রেখে লাভ নেই। গানটি এখন প্রকাশ্যে, চাইলে শ্রোতারা শুনতে পারেন। আশা করছি, নিরাশ হবেন না। ’

প্রযোজনা প্রতিষ্ঠান ভ্যাপ এন্টারটেইনমেন্ট এর ব্যানারে উন্মুক্তি হয়েছে গান-ভিডিও ‘তোমার আশ্বাস’।  

ভিডিও: 

বাংলাদেশ সময়: ১৬৫৪ ঘণ্টা, মার্চ ৩১, ২০২০
ওএফবি 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।