ঢাকা, শুক্রবার, ৯ জ্যৈষ্ঠ ১৪৩২, ২৩ মে ২০২৫, ২৫ জিলকদ ১৪৪৬

বিনোদন

স্পর্শিয়াকে নিয়ে প্রীতমের গান ‘চলো একসাথে বুড়ো হই’

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০:২৬, মার্চ ৩১, ২০২০
স্পর্শিয়াকে নিয়ে প্রীতমের গান ‘চলো একসাথে বুড়ো হই’

চলমান করোনা পরিস্থিতে গভীরতর প্রেম-আবেদনের গান নিয়ে হাজির হলেন সংগীতশিল্পী প্রীতম আহমেদ। গানের শিরোনাম ‘চলো একসাথে বুড়ো হই’। অ্যালবাম ‘সোলমেট’। গানটির স্থিরচিত্রের ভিডিওতে তার সঙ্গে দেখা গেছে মডেল-অভিনেত্রী অর্চিতা স্পর্শিয়াকে। 

জানা গেছে, এখন লিরিক্যাল ভিডিওতে গানটি উন্মুক্ত করা হলেও করোনা আতঙ্ক পর প্রকাশ করা হবে গান-ভিডিওতে।

এ গান প্রসঙ্গে প্রীতম বলেন, কে কখন চলে যাবো কেউ জানি না।

হতেও পারে এটাই আমার বা আপনার শেষ গান। তাই যতদিন বাঁচি, আপজনের সঙ্গেই যেন বাঁচি। সেই ভালোবাসার বার্তাই গানটিতে তুলে ধরা হয়েছে। বলতে পারেন, এটা একটা প্রেরণাসংগীতও। নিশ্চয়তাহীন বেঁচে থাকাই জীবন- করোনা সেটিই স্মরণ করিয়ে দিচ্ছে। তবে যে কোনো কিছুর উর্ধ্বে ভালোবাসা। সেই ভালোবাসার গান ‘চলো একসাথে বুড়ো হই’।

গাওয়ার পাশাপাশি গানের কথা-সুর প্রীতমেরই। সোমবার (৩০ মার্চ) শিল্পীর ইউটিউব চ্যানেলে প্রকাশ পায় গান-ভিডিও ‘চলো একসাথে বুড়ো হই’।

ভিডিও:

 

বাংলাদেশ সময়: ২০২৬ ঘণ্টা, মার্চ ৩১, ২০২০
ওএফবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।