ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

বিনোদন

মার্কিন গায়িকা কালি শোর করোনায় আক্রান্ত

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১২৮ ঘণ্টা, এপ্রিল ১, ২০২০
মার্কিন গায়িকা কালি শোর করোনায় আক্রান্ত

এবার করোনা (কোভিড-১৯) ভাইরাসে আক্রান্ত হলেন মার্কিন কণ্ঠশিল্পী কালি শোর। সম্প্রতি তার শরীরে করোনা সনাক্ত হয়েছে।

সম্প্রতি এক টুইটবার্তায় কালি শোর বিষয়টি নিজেই নিশ্চিত করেছেন। কোয়ারেন্টিনে থাকা অবস্থায় তিনি করোনায় আক্রান্ত হয়েছেন বলেও জানান।

তবে বর্তমানে তার শারীরিক অবস্থা স্থিতিশীল রয়েছে।

২৫ বছর বয়সী এই গায়িকা বলেন, তিন সপ্তাহ ধরে কোয়ারেন্টিনে থাকার পরও আমি করোনায় আক্রান্ত হয়েছি। প্রথম কয়েকদিন খুব যন্ত্রণাদায়ক ছিল। তবে এখন আমি উল্লেখযোগ্যভাবে ভালো আছি। কিন্তু এটা যে কতটা ছোঁয়াচে তার প্রমাণ কিন্তু পেলাম। তবে মানুষ এটাকে গুরুত্ব দিচ্ছে না দেখে আমি হতাশ।

কোভিড-১৯-এ মৃত্যুর দিক থেকে চীনকে ছাড়িয়ে গেছে মার্কিন যুক্তরাষ্ট্র। এখন পর্যন্ত দেশটিতে ৩ হাজার ৪০০-এর বেশি প্রাণহানির ঘটনা ঘটেছে। ইতালি ও স্পেনের পরে তৃতীয় সর্বোচ্চ মৃত্যুর সংখ্যা দেশটিতে।

বিশ্বজুড়ে ৮ লাখ ২০ হাজারের বেশি মানুষ করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন এর মধ্যে ১ লাখ ৭৪ হাজার জন সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন। এখন পর্যন্ত মারা গেছেন প্রায় ৪০ হাজার মানুষ।

বাংলাদেশ সময়: ১১২৮ ঘণ্টা, এপ্রিল ০১, ২০২০
জেআইএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।