ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

বিনোদন

বশির আহমেদের অপ্রকাশিত গানে কণ্ঠ দিলেন পুত্র-কন্যা

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮২৭ ঘণ্টা, এপ্রিল ২০, ২০২০
বশির আহমেদের অপ্রকাশিত গানে কণ্ঠ দিলেন পুত্র-কন্যা

প্রায় নয় বছর আগে খ্যাতিমান সংগীতব্যক্তিত্ব বশির আহমেদ একটি প্রার্থনা সংগীত লিখে সুরারোপ করেছিলেন। নিজের কণ্ঠে গেয়েছিলেন গানটি। কিন্তু মৃত্যুর আগে রেকর্ডিং করে গানটি প্রকাশ করে যেতে পারেননি তিনি। তার এই অপ্রকাশিত গানটি এবার প্রকাশ করেছেন তার কন্যা হুমায়রা বশির এবং পুত্র রাজা বশির। 

রোববার (১৯ এপ্রিল) বশির আহমেদের ষষ্ঠ মৃত্যুবার্ষিকী উপলক্ষে তার পুত্র-কন্যাদ্বয় 'মওলা জানে আল্লাহ জানে’ শিরোনামের গানটিতে কণ্ঠ দিয়েছেন। বাবাকে উৎসর্গ করে নিজেদের হোম স্টুডিও'তে গানটি রেকর্ড করেন তারা।

সংগীতায়োজন করেছেন রাজা বশির।  

গানটি প্রসঙ্গে হুমায়রা বশির বলেন, সারা পৃথিবীর এখন যে অবস্থা, তাতে মহান আল্লাহ দরবারে সবার প্রার্থনা করা ছাড়া আর কোনো উপায় নেই। সেই বিবেচনা থেকে আল্লাহর রহমত প্রত্যাশা করেই আব্বুর রেখে যাওয়া গানটি আমরা ভাইবোন কণ্ঠে তুললাম। আশা করি শুনলে সবাই মুগ্ধই হবেন।

তিনি আরও জানান, সারগাম সাউন্ড স্টেশন ইউটিউব চ্যানেলে প্রার্থনা সংগীতটি প্রকাশ পেয়েছে।

২০১৪ সালের ১৯ এপ্রিল ঢাকায় মৃত্যুবরণ করেন প্রখ্যাত সংগীতশিল্পী বশির আহমেদ। বশির আহমেদ ছিলেন একাধারে গানের ওস্তাদ, সুরকার এবং গীতিকার। বি এ দ্বীপ নামে বাংলাদেশ
বেতারে অনেক গান লিখেছেন তিনি। সেই সব গান গেয়েছেন তিনি নিজে এবং অনেক খ্যাতিমান শিল্পী।  

বাংলাদেশ সময়: ১৮২৫ ঘণ্টা, এপ্রিল ২০, ২০২০
জেআইএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।