ঢাকা, রবিবার, ১০ জ্যৈষ্ঠ ১৪৩২, ২৫ মে ২০২৫, ২৭ জিলকদ ১৪৪৬

বিনোদন

সত্যজিৎ স্মরণে ওয়েব সেমিনারের আয়োজন

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০:৫২, এপ্রিল ২১, ২০২০
সত্যজিৎ স্মরণে ওয়েব সেমিনারের আয়োজন

১৯৯২ সালের ২৩ এপ্রিল পৃথিবী থেকে বিদায় নেন উপমহাদেশের প্রখ্যাত চলচ্চিত্রকার সত্যজিৎ রায়। এই কিংবদন্তি নির্মাতার স্মরণে তার মৃত্যুবার্ষিকী উপলক্ষে বুধবার (২২ এপ্রিল) বাংলাদেশে আয়োজন করা হয়েছে একটি ওয়েব সেমিনারের। 

করোনার মধ্যে সঙ্গনিরোধ করেই আলোচকরা অনলাইনের মাধ্যমে সেমিনারটিতে অংশ নেবেন। জেসিআই ঢাকা ওয়েস্ট এবং রে সোসাইটি অব বাংলাদেশের যৌথ উদ্যোগে ‘রিমেমবারিং সত্যজিৎ-লাইফ অ্যান্ড সিনেমা’ শিরোনামে ওয়েব সেমিনারটি অনুষ্ঠিত হবে।

এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এসব তথ্য জানানো হয়।

সত্যজিৎ স্মরণে এই ওয়েব সিনেমারে আলোচক হিসেবে যুক্ত হবেন মুভিয়ানা ফিল্ম সোসাইটির প্রতিষ্ঠাতা-প্রেসিডেন্ট বেলায়াত হোসেন মামুন, কোলকাতার বিশিষ্ট সাংবাদিক ও সত্যজিৎ সংগ্রাহক-গবেষক বাণীব্রত মুখোপাধ্যায় এবং রে সোসাইটি অব বাংলাদেশের সহ-প্রতিষ্ঠাতা ও জেসিআই বাংলাদেশ এর জিএলসি মুহাম্মাদ আলতামিশ নাবিল।

সেমিনারটি প্রসঙ্গে আলতামিশ নাবিল বলেন, উপমহাদেশ এবং সমগ্র পৃথিবীর অন্যতম শ্রেষ্ঠ চলচ্চিত্রকার সত্যজিৎ রায়, বাংলার গর্ব। গুণী এ চলচ্চিত্রকারের প্রয়াণ দিবসকে স্মরণ করতে আমাদের এই ছোট আয়োজন। এছাড়াও এটির মাধ্যমে আমরা বাংলাদেশি সত্যজিৎ অনুরাগীদের জন্য রে সোসাইটি অব বাংলাদেশ নামক একটি ফ্যান সোসাইটির আনুষ্ঠানিক শুভ সূচনা করতে যাচ্ছি।

তিনি আরও জানান, ওয়েব সেমিনারটি বুধবার রাত ৮ টায় জেসিআই ঢাকা ওয়েস্টের ফেসবুক পেজে লাইভ করা হবে।

বাংলাদেশ সময়: ০০৫২ ঘণ্টা, এপ্রিল ২০, ২০২০
জেআইএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।