ঢাকা, রবিবার, ১০ জ্যৈষ্ঠ ১৪৩২, ২৫ মে ২০২৫, ২৭ জিলকদ ১৪৪৬

বিনোদন

মিঠুন চক্রবর্তীর বাবা প্রয়াত

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪:২২, এপ্রিল ২২, ২০২০
মিঠুন চক্রবর্তীর বাবা প্রয়াত

না ফেরার দেশে চলে গেলেন ভারতের খ্যাতনামা অভিনেতা মিঠুন চক্রবর্তীর বাবা। মঙ্গলবার (২১ এপ্রিল) সন্ধ্যায় মুম্বাইতে মারা যান অভিনেতার বাবা বসন্তকুমার চক্রবর্তী।  

মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৯৫ বছর। মিঠুন চক্রবর্তী বসন্ত কুমারের চার সন্তানের মধ্যে সবার বড়।

 

এদিকে লকডাউনের কারণে বেঙ্গালুরুতে আটকে রয়েছেন অভিনেতা। তবে, মিঠুনের ছেলে মিমো রয়েছেন মুম্বাইতে। একটি শুটিংয়ের কাজে বেঙ্গালুরুতে গিয়েছিলেন মিঠুন। এরপর লকডাউন শুরু হওয়ায় সেখানেই আটকে পড়েন তিনি। এখন শেষকৃত্যের জন্য মুম্বাই পৌঁছানোর চেষ্টা করছেন মিঠুন।

এক সময় ক্যালকাটা টেলিফোনসে চাকরি করতেন মিঠুনের বাবা বসন্তকুমার। মা শান্তিময়ী ছিলেন গৃহবধূ। চার সন্তানের মধ্যে মিঠুন ছাড়া রয়েছেন তার তিন মেয়ে।

বাংলাদেশ সময়: ১৪২০ ঘণ্টা, এপ্রিল ২২, ২০২০
ওএফবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।