ঢাকা, বুধবার, ১৬ আশ্বিন ১৪৩২, ০১ অক্টোবর ২০২৫, ০৮ রবিউস সানি ১৪৪৭

বিনোদন

সুস্থ হতেই কণিকা কাপুরের হাতে পুলিশের নোটিস

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯:২২, এপ্রিল ২৭, ২০২০
সুস্থ হতেই কণিকা কাপুরের হাতে পুলিশের নোটিস কণিকা কাপুর

বলিউড তারকাদের মধ্যে সবার আগে করোনায় সংক্রমিত হন গায়িকা কণিকা কাপুর। লন্ডন থেকে ফিরে যখন তার কোয়ারেন্টিনে থাকার কথা ছিল, তখন তিনি বিধি না মেনে বিভিন্ন বড় বড় পার্টিতে অংশ নেন। মন্ত্রী, এমপি থেকে শুরু করে রাষ্ট্রীয় অনেক গুরুত্বপূর্ণ ব্যক্তির সঙ্গেও পার্টি করেন তিনি।

এরপর যখন তার কোভিড-১৯ পজিটিভ ধরা পড়ে, তখন তার নিন্দার ঝড় বয়ে যায় সামাজিক মাধ্যমে। অনেক বড় তারকারাও তার নিন্দা করেন।

শুধু তাই নয়, হাসপাতালে বসেও তিনি নানান কাণ্ড ঘটিয়ে অনেক বিতর্কের জন্ম দিয়েছিলেন।  

সম্প্রতি করোনা থেকে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন কণিকা কাপুর। কিন্তু এবার আর রক্ষে নেই। সোমবার (২৭ এপ্রিল) লখনউ পুলিশ তার বাড়িতে একটি নোটিস পাঠিয়েছে। আর সেই নোটিসেই আগামী ৩০ এপ্রিলের মধ্যে থানায় তার বক্তব্য জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

হাসপাতালে থাকার সময় কণিকার বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির ২৬৯, ২৭০ এবং ১৮৮ ধারা অনুযায়ী, সংক্রামক ব্যাধি ছড়ানো এবং আপদকালীন পরিস্থিতিতে সরকারি নির্দেশ অমান্য করার অভিযোগে তার বিরুদ্ধে এফআইআর দাখিল করেছিল লখনউ পুলিশ। কণিকা সুস্থ হতেই এবার তৎপরতা শুরু করলেন তারা।

বাংলাদেশ সময়: ১৯২২ ঘণ্টা, এপ্রিল ২৭, ২০২০
এমকেআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।