ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

বিনোদন

চিরকুটের গানে ডা. মঈনুদ্দিন’র বন্দনা

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৪১ ঘণ্টা, এপ্রিল ২৮, ২০২০
চিরকুটের গানে ডা. মঈনুদ্দিন’র বন্দনা

করোনায় আক্রান্ত রোগীদের সেবায় নিরলসভাবে কাজ করে যাচ্ছেন সারা বিশ্বের স্বাস্থ্যকর্মীরা। রোগীদের চিকিৎসা সেবা দিতে গিয়ে ইতোমধ্যে জীবন দিয়েছেন বিভিন্ন দেশের অসংখ্য ডাক্তার। এ তালিকায় রয়েছেন বাংলাদেশের ডা. মঈনুদ্দিন। 

অন্যের জীবন বাঁচাতে গিয়ে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেছেন সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজের এই সহকারি অধ্যাপক। ব্যান্ডদল চিরকুট একটি গান তৈরি করেছে এই বীর যোদ্ধাকে স্মরণ করে।

মঈনুদ্দিন মঈনুদ্দিন/জিতেছে জীবন হেরেছে মৃত্যু/কি করে শোধিব ঋণ/দুটি সন্তান, স্ত্রী আর অসংখ্য গুণগ্রাহী/এই মৃত্যু বীরের চোখে পানি ফেলিব নাহি— এমন কথার গানটিতে কণ্ঠ দিয়েছেন চিরকুট ব্যান্ডের প্রতিষ্ঠাতা সদস্য, কণ্ঠশিল্পী, গীতিকার, সুরকার শারমিন সুলতানা সুমি।

কিছু স্থিরচিত্র নিয়ে গানটির একটি লিরিক্যাল ভিডিও তৈরি করা হয়েছে। সোমবার (২৭ এপ্রিল) রাতে চিরকুট ব্যান্ডের ভেরিফায়েড ফেসবুক পেজে ভিডিওটি প্রকাশ করা হয়। এরপর থেকে প্রশংসায় ভাসছে এ গান।

বাংলাদেশ সময়: ১২৩৯ ঘণ্টা, এপ্রিল ২৮, ২০২০
ওএফবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।