ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

বিনোদন

করোনাকালে চিকিৎসা সেবায় ফিরলেন চিত্রপরিচালক বুলবুল বিশ্বাস

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৫১ ঘণ্টা, এপ্রিল ২৮, ২০২০
করোনাকালে চিকিৎসা সেবায় ফিরলেন চিত্রপরিচালক বুলবুল বিশ্বাস

বৈশ্বিক মহামারি করোনা ভাইরাসের আক্রান্ত হয়েছেন প্রায় ছয়শ’রও বেশি চিকিৎসক-নার্স। বাংলাদেশে এরই মধ্যে একজন চিকিৎসক ও একজন স্বাস্থকর্মী ভাইরাসটিতে আক্রান্ত হয়ে মারা গেছেন। অনেক চিকিৎসক আবার ভয়ে চেম্বারে সাধারণ রোগী দেখাও ছেড়ে দিয়েছেন।

এমন সংকটপূর্ণ পরিস্থিতিতে দায়বদ্ধতা থেকে চিকিৎসা সেবায় ফিরেছেন চলচ্চিত্র পরিচালক বুলবুল বিশ্বাস। বাংলাদেশে করোনা ভাইরাসের প্রাদুর্ভাব শুরুর সময় থেকেই নিজ জেলা কুষ্টিয়ায় একটি হাসপাতালে সাধারণ রোগী দেখা শুরু করেছেন ‘রাজনীতি’খ্যাত এই নির্মাতা।

বুলবুল বিশ্বাস মঙ্গলবার (২৮ এপ্রিল) বাংলানিউজকে বলেন, সরকারি ছুটি শুরু হাওয়ার আগেই আমি নিজ জেলায় ফিরি। আমি যে মহল্লায় থাকি, সেখানে চিকিৎসক একমাত্র আমিই। করোনার এই দুর্যোগে অনেক জায়গায় চিকিৎসক সঙ্কট দেখা দিয়েছে। করোনা রোগী ছাড়াও অনেক সাধারণ রোগীদের চিকিৎসা পেতে অনেক কষ্ট হচ্ছে। তাই মনের তাগিতে এবং দায়বদ্ধতা থেকে দীর্ঘ প্রায় ৫ বছর পর চিকিৎসা সেবায় ফিরলাম।

তিনি আরো জানান, করোনার এই দুর্যোগ শেষ না হওয়া পর্যন্ত তিনি রোগী দেখা চালিয়ে যাবেন। এছাড়া এখন থেকে পরিচালনায় পাশাপাশি নিয়মিত রোগীও দেখবেন।

বর্তমানে বুলবুল বিশ্বাস কুষ্টিয়া শহরের অবস্থিত ডাঃ তোফাজ্জুল হেলথ্ সেন্টারের মেডিক্যাল অফিসার হিসেবে কাজ করছেন।  

এম.বি.বি.এস সম্পন্ন করার পর ২০১৫ সালে স্যার সলিমুল্লাহ মেডিক্যাল কলেজে পোস্ট  গ্রাজুয়েশন (এম.পি.এইচ) চলাকালীন নিজের প্রথম চলচ্চিত্র ‘রাজনীতি’র সুবাদে কোর্সটি  ছেড়ে দেন তিনি। মনোযোগ দেন সিনেমা নির্মাণে। করোনা ভাইরাসের এমন সময় তিনি আবারো ফিরে গেলেন নিজের পুরনো পেশায়।

২০১৭ সালে ‘রাজনীতি’র মধ্য দিয়ে চলচ্চিত্র পরিচালক হিসেবে বুলবুল বিশ্বাসের অভিষেক ঘটে। চলচ্চিত্রটিতে জুটি বেঁধে অভিনয় করেন শাকিব খান ও অপু বিশ্বাস। প্রথম চলচ্চিত্র দিয়েই এই নির্মাতা বেশ প্রশংসিত হয়। এছাড়া বিজ্ঞাপন ও স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র নির্মাণের সঙ্গেও তিনি যুক্ত আছেন।

বাংলাদেশ সময়: ১৭৫০ ঘণ্টা, এপ্রিল ২৮, ২০২০
জেআইএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।