ঢাকা, রবিবার, ১১ জ্যৈষ্ঠ ১৪৩২, ২৫ মে ২০২৫, ২৭ জিলকদ ১৪৪৬

বিনোদন

নিলামে হুমায়ুন ফরীদির চশমা, ১ লাখ টাকা থেকে শুরু

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪:৩০, এপ্রিল ৩০, ২০২০
নিলামে হুমায়ুন ফরীদির চশমা, ১ লাখ টাকা থেকে শুরু

করোনা ভাইরাসের দুর্যোগ মোকাবিলায় অর্থ সংগ্রহ করতে নিলামে তোলা হচ্ছে তারকাদের মূল্যবান সংগ্রহ। সম্প্রতি ক্রিকেটার সাকিব আল হাসানের একটি ব্যাট নিলামে বিক্রি হয়েছে ২০ লাখ টাকা। এছাড়া সংগীতশিল্পী ও অভিনেতা তাহসানের বিশেষ অফার প্যাকেজ  সাড়ে ৭ লাখ টাকায় কিনে নিয়েছেন এক ভক্ত।

এবার নিলামে উঠছে কিংবদন্তি অভিনেতা হুমায়ুন ফরীদির ব্যবহৃত চশমা, যার ভিত্তি মূল্য ধরা হয়েছে ১ লাখ টাকা। ‘অকশন ফর অ্যাকশন’ নামের ফেসবুক পেজে এ তথ্য জানানো হয়েছে।

নিলামের উদ্যোগ নেওয়া ফেসবুক পেজটিতে বলা হয়, ‘আমরা ভাগ্যবান আমাদের সময়ে উনাকে পেয়েছিলাম। এই ক্ষণজন্মা মানুষটি এখন আমাদের মাঝে না থাকলেও তার কালজয়ী কাজগুলো যুগ যুগ ধরে টিকে থাকবে আমাদের অনেক পরের জেনারেশান পর্যন্ত। আমাদের এই উদ্যোগকে স্বাগত জানিয়ে তার পরিবার এগিয়ে এসেছে তার সবচেয়ে বহুল ব্যবহৃত চশমাটি নিয়ে, আমরা কৃতজ্ঞ তার পরিবারের প্রতি। ’

আরো জানানো হয়, বৃহস্পতিবার (৩০ এপ্রিল) রাত ১১ টায় লাইভে হুমায়ুন ফরীদির চশমা নিলামের কার্যক্রম সম্পন্ন হবে। নিলামে প্রাপ্ত অর্থ ব্যয় হবে করোনা ভাইরাসের দুর্যোগ মোকাবিলায়।

বাংলাদেশ সময়: ১৪২৯ ঘণ্টা, এপ্রিল ৩০, ২০২০
জেআইএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।