ঢাকা, রবিবার, ১১ জ্যৈষ্ঠ ১৪৩২, ২৫ মে ২০২৫, ২৭ জিলকদ ১৪৪৬

বিনোদন

ঋষি কাপুরের শেষকৃত্য সম্পন্ন করলেন রণবীর-আলিয়া, সাইফ-কারিনা

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯:২৮, এপ্রিল ৩০, ২০২০
ঋষি কাপুরের শেষকৃত্য সম্পন্ন করলেন রণবীর-আলিয়া, সাইফ-কারিনা ঋষি কাপুরকে বিদায়লগ্নে পুত্র রণবীর কাপুর ও অন্যরা

বলিউডের প্রয়াত অভিনেতা ঋষি কাপুরের মরদেহের সৎকার সম্পন্ন হয়েছে। ৩০ এপ্রিল সকালে মু্ম্বাইয়ের স্যার এইচ এন রিলায়েন্স ফাউন্ডেশন হাসপাতালে শেষ নিশ্বাস ত্যাগ করেন বলিউডের এই বর্ষীয়ান অভিনেতা।

বুধবার (২৯ এপ্রিল) সকালেই হঠাৎ অসুস্থ হয়ে পড়েন ঋষি কাপুর।  চিকিৎসকের কথায় তাকে ভর্তি করা হয়েছিল মুম্বাইয়ের হাসপাতালে।

 তখন সঙ্গে ছিলেন ঋষি-পত্নী নীতু কাপুরও। কিন্তু হাসপাতাল থেকে তার আর ঘরে ফেরা হলো না।  

আরও পড়ুন: বরেণ্য অভিনেতা ঋষি কাপুর আর নেই

বৃহস্পতিবার তার মৃত্যুর খবর পাওয়ার পর একে একে হাসপাতালে পৌঁছান ছেলে রণবীর কাপুর, ভাই রণধীর কাপুর, আলিয়া ভাটসহ আপনজন সকলে।

বৃহস্পতিবার বিকেল সাড়ে ৩টা নাগাদ হাসপাতাল থেকে মুম্বাইয়ের চন্দনওয়াড়ি শ্মশানে নিয়ে যাওয়া হয় ঋষি কাপুরের মরদেহ।

শ্মশানে উপস্থিত সাইফ আলী খান, কারিনা কাপুর ও অভিষেক বচ্চন

ঋষির অন্ত্যেষ্টিক্রিয়ায় উপস্থিত ছিলেন তার স্ত্রী নীতু কাপুর, ছেলে রণবীর কাপুর, ভাই রণধীর কাপুর, জামাতা সাইফ আলী খান, কারিনা কাপুর, হবু পুত্রবধূ আলিয়া ভাট, অভিষেক বচ্চন, কুনাল কাপুর, এবং আরও অনেকে।  স্বজনদের চোখের জলে শেষ বিদায় জানানো হয় এই মহাতারকাকে।

আরও পড়ুন: তারকা পরিবারের উজ্জ্বল দ্যুতি ঋষি কাপুর

বাংলাদেশ সময়: ১৯২৮ ঘণ্টা, এপ্রিল ৩০, ২০২০ 
এমকেআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।