ঢাকা, রবিবার, ১১ জ্যৈষ্ঠ ১৪৩২, ২৫ মে ২০২৫, ২৭ জিলকদ ১৪৪৬

বিনোদন

ঈদে সুব্রত’র পরিচালনায় নাটক ‘স্বাদে-আহ্লাদে’

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪:৩৯, মে ১১, ২০২০
ঈদে সুব্রত’র পরিচালনায় নাটক ‘স্বাদে-আহ্লাদে’ নাটকের দৃশ্যে জাকিয়া বারি মম ও নাঈম

বরিশাল: সঞ্চিতা খুব ভালো রান্না করতে পারে, বেশ সাংসারিক গোছের মেয়ে। চাকরির ভাইভা দিতে দিতে সে বেশ ক্লান্ত, তারপরেও সে প্রতিনিয়ত ভাইভা দিয়ে যাচ্ছে, কারণ এই বয়সে এসে তার মা চাকরি করুক সে সেটা চায় না।

সঞ্চিতার একমাত্র ছোট বোন অনন্যা খুব আধুনিক, ছন্নছাড়া ও ভোজনরসিক। সঞ্চিতার হাতের যে কোনো রান্না তার কাছে অমৃত।

 

একদিন ছোটো বোনের অনুপ্রেরণায় সঞ্চিতা ‘স্বাদে-আহ্লাদে’ নামে একটি হোম ডেলিভারি অনলাইন বিজনেস শুরু করে।  সঞ্চিতা শুরুতে বিভিন্ন ধরনের সমস্যার মোকাবিলা করে তার ব্যবসা দাঁড় করায়। ব্যবসায়ের কারণে বিভিন্ন মানুষের সাথে পরিচয় হয় সঞ্চিতার। সেভাবেই একদিন তার ধ্রুবর সাথে পরিচয়। তারপরে ভালোবাসা এবং বিয়ে। এভাবে গল্প এগিয়ে যায় ‘স্বাদে-আহ্লাদে’ নাটকের।

বরিশালের সন্তান অগ্রগামী প্রোডাকশন হাউজের পরিচালক সুব্রত সঞ্জীবের গল্প ও পরিচালনায় নাটকটি রচনা করেছেন যারযিস আহমেদ।  

এতে অভিনয় করেছেন জাকিয়া বারী মম, এফ এস নাঈম, খায়রুল আলম, পাপিয়া জেসমিন, সুলাইমা জান্নাত শিফা, মনির জামান, সজীব প্রমুখ। নাটকটির চিত্রগ্রহণ করেছেন মীর হান্নান, সহযোগী পরিচালক যারিন অদিতি, প্রধান সহকারী পরিচালক শাহজাদা কবির শুভ।  

সাগর রানা’র প্রযোজনায় এই ঈদে মাছরাঙা টেলিভিশনে নাটকটি প্রচারিত হবে বলে জানিয়েছেন সুব্রত সঞ্জীব।

বাংলাদেশ সময়: ১৪৩৮ ঘণ্টা, মে ১১, ২০২০
এমএস/এমকেআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।