ঢাকা, বৃহস্পতিবার, ১৫ জ্যৈষ্ঠ ১৪৩২, ২৯ মে ২০২৫, ০১ জিলহজ ১৪৪৬

বিনোদন

নওয়াজউদ্দিন সিদ্দিকী কোয়ারেন্টিনে

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২:০১, মে ১৮, ২০২০
নওয়াজউদ্দিন সিদ্দিকী কোয়ারেন্টিনে নওয়াজউদ্দিন সিদ্দিকী

পরিবারের সদস্যদের সঙ্গে উত্তরপ্রদেশে নিজের বাড়িতে কোয়ারেন্টিনে রয়েছেন বলিউডের জনপ্রিয় অভিনেতা নওয়াজউদ্দিন সিদ্দিকী।

ভারতে ক্রমান্বয়ে বাড়ছে করোনা ভাইরাসে আক্রান্ত ও মৃতের সংখ্যা। এমন অবস্থায় দেশজুড়ে চলছে লকডাউন।

তবে ‍এর মধ্যেই ট্রাভেল পাস পেয়ে উত্তরপ্রদেশের মুজফ্ফরনগরের বুধানায় নিজের বাড়িতে পৌঁছান নওয়াজউদ্দিন সিদ্দিকী।  

ঈদকে সামনে রেখে নিজেদের পুরনো বাড়িতে যাওয়ার পরই অভিনেতাসহ তার পরিবারকে কোয়ারেন্টিনে যাওয়ার নির্দেশ দেওয়া হয়। তাদের প্রত্যেকের কোভিড-১৯ পরীক্ষাও করা হয়েছে। করোনা পরীক্ষার ফল নেগেটিভ আসার পরও সুরক্ষার জন্যই আগামী ১৪ দিন অভিনেতা এবং তার পরিবারকে হোম কোয়ারেন্টিনে যাওয়ার নির্দেশ দিয়েছে প্রশাসন।  

আগামী ২৫ মে পর্যন্ত তারা কোয়ারেন্টিনে থাকবেন বলে জানা যায়। সুরক্ষার জন্য নওয়াজউদ্দিনের সঙ্গে তার মা ও ভাবীকেও কোয়ারেন্টিনে থাকার নির্দেশ দেওয়া হয়েছে।

সম্প্রতি নওয়াজউদ্দিন সিদ্দিকী অভিনীত কমেডি-ড্রামা ‘ঘুমকেতু’র টিজার প্রকাশিত হয়েছে। হাস্যরসে ভরপুর এই সিনেমায় আরও অভিনয় করেছেন অমিতাভ বচ্চন, রণবীর সিং ও সোনাক্ষী সিনহা।  

বাংলাদেশ সময়: ১২০০ ঘণ্টা, মে ১৮, ২০২০
এমকেআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।