ঢাকা, বৃহস্পতিবার, ১৫ জ্যৈষ্ঠ ১৪৩২, ২৯ মে ২০২৫, ০১ জিলহজ ১৪৪৬

বিনোদন

ঈদে আসছে অপূর্ব ও তিশার ‘হঠাৎ দেখা’

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭:২৮, মে ১৮, ২০২০
ঈদে আসছে অপূর্ব ও তিশার ‘হঠাৎ দেখা’

জীবনে ঘটে যাওয়া বিভিন্ন প্রাপ্তি-অপ্রাপ্তি ও প্রেম-বিরহের অন্যরকম একটি গল্প নিয়ে নির্মিত হয়েছে নাটক ‘হঠাৎ দেখা’। কাজল আরেফিন অমির রচনা ও পরিচালনায় এতে আরও অভিনয় করেছেন ছোটপর্দার জনপ্রিয় জুটি জিয়াউল ফারুক অপূর্ব ও তানজিন তিশা। 

রোমান্টিক গল্পের নাটকটি প্রচার হবে আসন্ন ঈদে। তবে টিভি নয়, তাদের দেখা যাবে ইউটিউবে।

এতে অপূর্ব-তিশা ছাড়া আরো অভিনয় করেছেন- বাঁধন লিংকন, শারিকা সাবাহসহ অনেকে।

নির্মাতা জানান, জীবনে ঘটে যাওয়া পরিচিত ঘটনাই উঠে আসবে এই নাটকে। তবে তা অন্যভাবে। বরাবরের মত নাটকটির রোমান্টিক চরিত্রেই হাজির হতে দেখা যাবে অপূর্ব ও তিশাকে।

‘হঠাৎ দেখা’ প্রযোজনা করছে ‘ক্লাব ইলেভেন’। প্রতিষ্ঠানটির ইউটিউব চ্যানেলে ঈদের অনুষ্ঠানমালায় এটি মুক্তি পাবে। তবে প্রচারের তারিখ এখনো জানানো হয়নি।

এবারের ঈদে আরও একটি নাটক ইউটিউবে প্রচার করবে বলে জানিয়েছেন প্রযোজনা সংস্থাটি। ‘বিবাহ করিতে চাই না’ নামের এই  নাটকটি রচনা করেছেন মেজবাহ উদ্দীন সুমন ও পরিচালনায় রয়েছেন রুবেল হাসান। এতে অভিনয় করেছেন তাহসান খান ও সায়লা সাবি।

বাংলাদেশ সময়: ১৭২৮ ঘণ্টা, মে ০৫, ২০২০
জেআইএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।