ঢাকা, শনিবার, ১২ আশ্বিন ১৪৩২, ২৭ সেপ্টেম্বর ২০২৫, ০৪ রবিউস সানি ১৪৪৭

বিনোদন

সুরে-কণ্ঠে তাদের করোনাকালের গান ‘পৃথিবী থমকে গেছে’

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫:৫৯, মে ২২, ২০২০
সুরে-কণ্ঠে তাদের করোনাকালের গান ‘পৃথিবী থমকে গেছে’

লন্ডন প্রবাসী সুরকার ও সংগীত পরিচালক তিতাস কাজীর ফিচারিংয়ে বিজয় মামুনের কণ্ঠে প্রকাশ পেয়েছে করোনাকালের গান ‘পৃথিবী থমকে গেছে’।

আহমেদ জালালের কথায় সুরারোপের পাশাপাশি গানটির টোটাল কনসেপ্ট তিতাস কাজীর। কণ্ঠ দেওয়ার পাশাপাশি গানটির সংগীতায়োজন করেছেন গায়ক বিজয় মামুন নিজেই।

এ গান প্রসঙ্গে সামাজিক যোগাযোগমাধ্যমে তিতাস কাজী বলেন, ‘গানের মানুষ হিসেবে নিজের দায়বদ্ধতা থেকে গানটি তৈরি করেছি। সারা বিশ্বের মানুষ আজ এক করোনার কাছে নতশিরে পরাস্ত মেনে গৃহবন্দি দিনকাল পার করছে। বড় অসহায় হয়ে পড়েছে মানুষ। এছাড়াও করোনাকালের বিভিন্ন বিষয় গানটিতে তুলে ধরেছি। আশা করছি, সবার ভালো লাগবে। ’

গত ১৮ মে টেলেন্ট অ্যান্ড ক্রিয়েটিভিটি প্রোডাকশনের ব্যানারে টিকে মিউজিক- এর ইউটিউব চ্যানেলে প্রকাশ পেয়েছে করোনাকালের গান-ভিডিও ‘পৃথিবী থমকে গেছে’।

ভিডিও:

 

বাংলাদেশ সময়: ১৫৫৪ ঘণ্টা, মে ২২, ২০২০
ওএফবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।