ঢাকা, রবিবার, ১২ মাঘ ১৪৩১, ২৬ জানুয়ারি ২০২৫, ২৫ রজব ১৪৪৬

বিনোদন

ঈদের ৭ দিনে দেড়শোর বেশি নাটক

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০২২ ঘণ্টা, সেপ্টেম্বর ৯, ২০১০
ঈদের ৭ দিনে দেড়শোর বেশি নাটক

ঈদের আনন্দ সবার মাঝে ছড়িয়ে দিতে দেশের সব টিভি চ্যানেলে প্রচারিত হবে বিশেষ নাটক ও টেলিফিল্ম। আটটি টিভি চ্যানেলে এবার থাকছে ছয় থেকে সাত দিনব্যাপী ঈদের বিশেষ অনুষ্ঠানমালা।

এই অনুষ্ঠানমালায় দর্শকের প্রধান আকর্ষণ নাটক ও টেলিফিল্ম। এবার সব চ্যানেল মিলিয়ে থাকছে দেড়শোর বেশি নাটক ও টেলিফিল্ম। পছন্দের তারকাদের নাটক বাছাই করে দেখার সুবিধার জন্য কখন কোন চ্যানেলে কী নাটক ও টেলিফিল্ম প্রচার হবে, আসুন জেনে নেওয়া যাক।

ঈদের আগের দিন

এটিএন বাংলা
নাটক : সুইসাইড ॥ প্রচার : রাত ৭টা ৪৫ মিনিট ॥ রচনা : আহসান হাবীব ও পরিচালনা : এস এ হক অলিক ॥ অভিনয় : অপূর্ব, প্রভা, আবুল হায়াত, ডলি জহুর এবং রমিজ রাজু প্রমুখ ॥

নাটক : আউট অফ ফোকাস ॥ রাত ১০টা ৫৫মিনিট ॥  রচনা ও পরিচালনা : মোস্তফা কামাল রাজ ॥ অভিনয় : হাসান মাসুদ, মোনালিসা, আখম হাসান প্রমুখ ॥

চ্যানেল আই
নাটক : আজিজ দফাদার ॥ প্রচার: রাত ৭.৫০ মিনিট ॥ রচনা ও পরিচালনা রেজানুর রহমান ॥ অভিনয় : ফজলুর রহমান বাবু, সুমনা সোমা, মাহবুবা রেজানুর, প্যারিসসহ ঢাকা ও গফরগাঁওয়ের শতাধিক নাট্যকর্মী।

আরটিভি
নাটক: এক লাইন বেশি বুঝে ॥ প্রচার : রাত ৯.০০ টায় ॥ রচনা ও পরিচালনা: শাহরিয়ার নাজিম জয় ॥ অভিনয়ে: শাহরিয়ার নাজিম জয়, হাসান মাসুদ, সারিকা প্রমুখ ॥

বাংলাভিশন
নাটক : ফুল দাও ফুল নাও ॥ প্রচার : রাত ৯.০৫ মিনিট ॥ রচনা ও পরিচালনা: শাহরিয়ার নাজিম জয় ॥ অভিনয়ে: সোহানা সাবা, শাহরিয়ার নাজিম জয়, ফারুক আহমেদ, সিদ্দিকুর রহমান, মিশু, শবনম পারভীন প্রমুখ।

ঈদের দিন

এটিএন বাংলা
টেলিছবি : জল জ্যোৎস্না ॥ প্রচার : বিকেল ৩টা ৪৫ মিনিট ॥ মোহন খানের রচনা ও পরিচালনায় এতে অভিনয় করেছেন শোয়েব, নাসিম, মীম, তৃষা, জন ও কেয়া চৌধুরী ॥

নাটক : আহ তীরন্দাজ ॥ প্রচার : রাত ৭টা ৪৫ মিনিট ॥ ও’ হেনরির গল্প ‘ম্যামন ও আর্চার’ অবলম্বনে নাটকটি রচনা করেছেন ফরহাদ হামিদ, পরিচালনা করেছেন তানভীর হোসেন প্রবাল ॥  অভিনয়ে : আলী যাকের, ইন্তেখাব দিনার, শশী, ইরেশ যাকের, রহমত আলী, ফারহানা মিঠু প্রমুখ।

নাটক : ঠিক ঠিকানা ॥ প্রচার : রাত ৮টা ৫০ মিনিট ॥ নাটকটি রচনা ও পরিচালনা করেছেন হানিফ সংকেত ॥ অভিনয়ে : চঞ্চল চৌধুরী, তারিন, সাজু খাদেম, তুষার খান, ফারুক আহমেদ, আফজাল শরীফ, নাজমূল হুদা বাচ্চু, কামাল বায়েজিদ, মিনারা জামান, শিরিন আলম প্রমুখ।

নাটক : জাতে পাগল তালে ঠিক ॥ প্রচার : রাত ১১.৫০ মিনিট ॥ শাহরিয়ার নাজিম জয়ের রচনা ও পরিচালনায় এ নাটকে অভিনয় করেছেন এটিএম শামসুজ্জামান, জয়, বিন্দু, ফারিয়া প্রমুখ ॥

চ্যানেল আই
নাটক : অপরাজিতা ॥ প্রচার : সকাল ১১টা ৩০ মিনিট ॥ নাটকটি রচনা ও পরিচালনা করেছেন রেদোয়ান রনি ॥ অভিনয় করেছেন মৌসুমী, মাহফুজ আহমেদ, দিলারা জামানসহ অনেকে ॥

নাটক : রুবিকস কিউব ॥ প্রচার : রাত ৭টা ৫০ মিনিট ॥ জনিপ্রয় কথাসাহিত্যিক হুমায়ূন আহমেদের রচনা ও পরিচালনায়  এতে অভিনয় করেছেন তারিক আনাম খান, সোহেল আরমান, লাক্স চ্যানেল আই সুপার স্টার-তাহসিন প্রমুখ ॥

 নাটক : পয়েন্ট থ্রি ॥ প্রচার হবে রাত ৯টা ৩৫ মিনিট ॥ রচনা : ফারুক হোসেন,  পরিচালনা : সালাহউদ্দিন লাভলু ॥ অভিনয়ে : চঞ্চল চৌধুরী, প্রভা, মোশারফ করিম ও আরো অনেকে ॥

এনটিভি
টেলিফিল্ম : বলাকা মন ॥ প্রচার : দুপুর ২টা ৩০ মিনিট ॥ রচনা ও পরিচালনা : ফেরদৌস হাসান ॥ অভিনয়ে : মাহফুজ, তারিন, প্রভা, দিলারা জামান, আবুল হায়াত প্রমুখ ॥

নাটক : ডালিমকুমার ॥ প্রচার : রাত  ৮টা ১৫ মিনিট ॥ মাতিয়া বানু শুকুর রচনা ও নুরুল আলম আতিকের পরিচালনায় নাটকটিতে অভিনয় করেছেন মীর সাব্বির, শ্রাবন্তী, সুষমা সরকার, সোহানা নূর, এস এম মহসিন, সুবর্ণা সেজুতি টুশি, মুনিরা মিঠু প্রমুখ ॥

নাটক : কিক কিক ॥ প্রচার : রাত ১১টা ৩০ মিনিট ॥ রচনা ও পরিচালনা : শাফায়েত মনসুর রানা ॥ অভিনয়ে : হাসান মাসুদ, সুমাইয়া শিমু, হোমায়রা হিমু প্রমুখ ॥

আরটিভি
টেলিফিল্ম : পল্টিবাজ ॥ প্রচার : দুপুর ২টা ৪৫ মিনিট ॥ রচনা ও পরিচালনা: মাসুদ সেজান ॥ অভিনয়ে: মোশাররফ করিম, তিশা, মীর সাব্বির প্রমুখ ॥

নাটক : মোহর শেখ ॥ প্রচার : সন্ধ্যা ৬টা ৩০ মিনিট ॥ রচনা : বৃন্দাবন দাস, পরিচালনা : সালাউদ্দিন লাভলু ॥ অভিনয়ে : আমিরুল হক চৌধুরী, সালাহ্উদ্দিন লাভলু, মোশাররফ করিম, চঞ্চল চৌধুরী, বৃন্দাবন দাস, শাহনাজ খুশি, ছন্দা, আলভী, নাফিজা, সাজু প্রমুখ ॥

নাটক: পাঙ্খা ॥ প্রচার রাত ৯.০০টায় ॥ রচনা ও পরিচালনা: নোমান রবিন ॥ অভিনয়ে: মাহী বি চৌধুরী, আইরিন লোপা, ফারহানা মিলি, দিলিপ চক্রবর্তী, রাশেদ মামুন অপু, অন্তু করিম, পলাশ প্রমুখ।

নাটক : কথা ॥ প্রচার : রাত ১১.৪০ মিনিট ॥ রচনা ও পরিচালনা: আবু সুফিয়ান ॥ অভিনয়ে: ইন্তেখাব দিনার, সুমাইয়া শিমু, ফেরদৌসী লীনা, ফারুক আহমেদ, শবনম পারভীন প্রমুখ ॥

বাংলাভিশন
টেলিফিল্ম : সুপাত্রের সন্ধানে ॥  প্রচার : দুপুর ২টা ৩০ মিনিট ॥ রচনা: হাসান শিকদার,  পরিচালনা: শাহীন কবির টুটুল ও হাসান শিকদার ॥ অভিনয়ে: মোশারফ করিম, বাঁধন, হাসান মাসুদ, মাসুদ আলী খান, ঝুমুর প্রমুখ ॥

নাটক টম-জেরি ॥ প্রচার : রাত ৮টা ১০ মিনিট ॥ রচনা ও পরিচালনা: ফেরদৌস হাসান ॥অভিনয়ে: আবুল হায়াত, দিলারা জামান, অপূর্ব, সুমাইয়া শিমু, ডা: এজাজ, মৌনতা প্রমুখ ॥

নাটক :...এই গল্পের নাম কি? ॥ প্রচার : রাত ১১টা ১৫ মিনিট ॥ রচনা ও পরিচালনা: ইফতেখার আহমেদ ফাহমি ॥ অভিনয়ে: পার্থ বড়–য়া, সুমাইয়া শিমু, চাষী, নদী, হাসান আল জাহিদ প্রমুখ।

একুশে টিভি
নাটক :  অমিমাংসীত ॥ প্রচার : সন্ধ্যা ০৭টা ৩০ মিনিট ॥ নঈম ইমতিয়াজ নেয়ামুলের পরিচালনায় নাটকটির বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন অপূর্ব, রিচি সোলায়মান, সারা আলী সহ আরো অনেকে ॥

নাটক : শাপলা স্টুডিও ॥ প্রচার : রাত ০৯টা ৩০ মিনিট ॥ বৃন্দাবন দাশের রচনা ও দীপু হাজরার পরিচালনায়  নাটকটির বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন চঞ্চল চেীধুরী, নওশীন, খ.ম হাসান সহ আরো অনেকে ॥

নাটক : অবাক ভালোবাসা ॥ প্রচার : রাত ১১টা ৩০ মিনিট ॥ সাগর জাহানের রচনা ও সকাল আহমেদের পরিচালনায় নাটকের বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন সজল , তিশা, রাহি সহ আরো অনেকে।

দেশ টিভি
দুপুর ৩টা ০২ মিনিট ॥ টেলিফিল্ম :  বিবর্তন  ॥ রচনা: আনিসুল হক ॥ পরিচালনা : ইফতেখার আহমেদ ফাহমি ॥ অভিনয়ে : জাহিদ হাসান, বিন্দু প্রমুখ ॥  

সন্ধ্যা ৭টা ৪৫ মিনিট ॥ নাটক : যারা বৃষ্টিতে ভিজেছিলো রচনা : ইমদাদুল হক মিলন ॥ পরিচালনা : চয়নিকা চৌধুরী ॥ অভিনয়ে : আনিসুর রহমান মিলন, প্রভা, শামস সুমন, মিঠু প্রমুখ ॥

ঈদের দ্বিতীয় দিন

এটিএন বাংলা
টেলিছবি : তিন গেদা ॥ প্রচার : বিকেল ৩টা ৪৫ মিনিট ॥ রচনা:  বৃন্দাবন দাস ও  পরিচালনা : সালাউদ্দিন লাভলু ॥  অভিনয়ে : চঞ্চল চৌধুরী, আলভী, আ খ ম হাসান, সিদ্দিক, ডলি জহুর, আমিররুল হক চৌধুরী প্রমুখ ॥

নাটক :  অনাকাক্সিক্ষত ॥ প্রচার : রাত ৭.৪৫ মিনিট ॥ রচনা : মাসুম রেজা ॥  পরিচালনা : সৈয়দ আওলাদ ॥ অভিনয় : তারিন, তৌকীর আহমেদ, আবুল হায়াত প্রমুখ ॥

নাটক : নষ্ট বাসর ॥ রাত ৮.৫০ মিনিট ॥ রচনা ও পরিচালনা:  হুমায়ূন আহমেদ ॥ অভিনয় : তমালিকা, ডা. এজাজ, জয়ন্ত চট্টোপাধ্যায়, রুশো, এষা এবং মাসুদ আকন্দ প্রমুখ ॥

চ্যানেল আই
টেলিফিল্ম : অল দ্য বেস্ট ॥ প্রচার : বেলা ৩ টা ১৫ মিনিট ॥ রচনা প্রসূন রহমান, চিত্রনাট্য ও পরিচালনা করেছেন মাহফুজ আহমেদ ॥ অভিনয়ে : নোবেল, মৌ, মাহফুজ আহমেদ, শখ, সোহেল খান প্রমুখ ॥

নাটক : মোকামতলা ॥ প্রচার : বিকেল ৫ টা ৩০ মিনিটে ॥ রচনা আশরাফুল রহমান, পরিচালনায় দীপংকর দীপন ॥ অভিনয় করেছেন চঞ্চল, শতাব্দী, শাহরিয়ার শুভ, ইশানা, শামিম জামান, ফারজানা চুমকি, দিলারা জামান প্রমুখ ॥

নাটক : হাইওয়ে ॥ প্রচার : রাত ৭টা ৫০ মিনিট ॥ ধ্রুব এষের রচনায় এর চিত্রনাট্য ও পরিচালনা করেছেন নুরুল আলম আতিক ॥ অভিনয়ে : হিল্লোল, সোহানা নূর, চৈতি, জয়রাজ, এস এম মহসিন প্রমুখ ॥

নাটক : হারানো সুর ॥ প্রচার : রাত ৯ টা ৪০ মিনিট ॥ গল্প : তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়, নাট্যরূপ ও পরিচালনা :  গিয়াসউদ্দিন সেলিম ॥ অভিনয়ে ফজলুর রহমান বাবু, স্বাগতাসহ অনেকে ॥

এনটিভি
টেলিফিল্ম  : কবি ও যন্তর মন্তর ॥ প্রচার : দুপুর ২টা ৩৫ মিনিট ॥ গোলাম সোহরাব দোদুলের রচনা ও পরিচালনায় এতে অভিনয় করেছেন আলী যাকের, হুমায়ূন ফরীদি, আসাদুজ্জামান নুর, তিশা, ইরেশ যাকের প্রমুখ ॥

নাটক : আমরা জেগে আছি ॥ প্রচার : রাত ৮টা ১৫ মিনিট ॥ রচনা ও পরিচালনা : হুমায়ূন আহমেদ ॥ অভিনয় করেছেন মীর সাব্বির, কুইন রহমান, ডা. এজাজুল ইসলাম, ফারুক আহমেদ ও স্বাধীন খসরু।

নাটক : প্রেসক্রিপশন ॥ প্রচার : রাত ১১টা ৩০ মিনিট ॥ আহমেদ জামান চৌধুরীর রচনা ও নঈম ইমতিয়াজ নেয়ামুলের পরিচালনায় নাটকটিতে অভিনয় করেছেন ইন্তেখাব দিনার, বাঁধন, মামুনুর রশীদ, আদিত্য, রফিক সংপে, ডা. এজাজ, সিরাজুল, বিশেষ চরিত্রে ওমর সানি ও মুক্তি।

আরটিভি
টেলিফিল্ম : ছাই ফুল আরটিশ ॥ দুপুর ২ টা ৪৫ মিনিট ॥ রচনা: ধ্রুব এষ, পরিচালনা: নুরুল আলম আতিক ॥ অভিনয়ে: জয় রাজ, মনোয়ার কবির, রোমেল, দিহান, মৌসুমী বিশ্বাস, ফারাহ রুমা, কচি খন্দকার, হিল্লোল, হুমায়ূন সাধু প্রমুখ ॥

নাটক : মোহর শেখ ॥ প্রচার : সন্ধ্যা ৬টা ৩০ মিনিট ॥ রচনা: বৃন্দাবন দাস, পরিচালনা: সালাউদ্দিন লাভলু ॥ অভিনয়ে: আমিরুল হক চৌধুরী, সালাহ্উদ্দিন লাভলু, মোশাররফ করিম, চঞ্চল চৌধূরী, বৃন্দাবন দাস, শাহনাজ খুশি, ছন্দা, আলভী, নাফিজা, সাজু প্রমুখ ॥

নাটক : ব্রেকিং নিউজ ॥ প্রচার : রাত ৯.০০ টা ॥ রচনা, চিত্রনাট্য ও পরিচালনা : ইফতেখার আহমেদ ফাহমি ॥ অভিনয় : শহিদুজ্জামান সেলিম, আ খ ম হাসান, বিন্দু, ফুয়াদ, চাষী প্রমুখ ॥

বাংলাভিশন
নাটক : সার্ভিস হোল্ডার ॥ রচনা : বৃন্দাবন দাস, পরিচালনা: সালাউদ্দিন লাভলু ॥ প্রচার : রাত ৮টা ১০ মিনিট ॥ অভিনয়ে : চঞ্চল চৌধুরী, প্রভা, আ খ ম হাসান, শামীম জামান, শাহনাজ খুশি, বৃন্দাবন দাস প্রমুখ ॥

নাটক : আর যাবো না এভারেস্ট ॥ রচনা ও পরিচালনা : শাহরিয়ার নাজিম জয়। প্রচার : রাত ১১টা ১৫ মিনিট ॥ অভিনয়ে : মীর সাব্বির, বাঁধন, ফারুক আহমেদ, শাহরিয়ার নাজিম জয়, শবনম পারভীন প্রমুখ ॥

দেশ টিভি
টেলিফিল্ম : হাট্টিমা টিম টিম ॥ প্রচার : দুপুর ৩টা ০২ মিনিট ॥ রচনা ও পরিচালনা : বদরুল আনাম সৌদ ॥ অভিনয়ে : সুবর্ণা মুস্তাফা, আসাদুজ্জামান নূর, বন্যা মির্জা প্রমুখ।

নাটক : নিরুদ্দেশ ॥ প্রচার সন্ধ্যা ৭ টা ৪৫ মিনিট ॥ রচনা : আলী ইমরান, পরিচালনা : সাদিয়া ইসলাম মৌ ॥ অভিনয়ে : হুমায়ুন ফরিদী, মামুনুর রশিদ, জাহিদ হাসান, সাদিয়া ইসলাম মৌ, তুষার খান প্রমুখ।

নাটক : সুবর্ণ ও অলৌকিক মীন সন্তান ॥ প্রচার : রাত ১২টা ॥ কাহিনী, চিত্রনাট্য ও পরিচালনা : অঞ্জন আইচ। অভিনয়ে : শহিদুজ্জামান সেলিম, মনির খান শিমুল, বাঁধন প্রমুখ ॥

একুশে টিভি
নাটক : আমাদের মেহেরজান ॥ প্রচার : রাত ৯টা ৩০ মিনিট ॥ পরিচালনায় কায়সার আহমেদ ॥

নাটক : আলোকের এই ঝর্নাধারা ॥ প্রচার : রাদ ১১টা ৩০ মিনিট ॥ রচনা : অরুণ চৌধুরী ॥ পরিচালনা : চয়নিকা চৌধুরী ॥ অভিনয়ে : শ্রাবস্তী তিন্নি, জিয়াউল ফারুক অপূর্ব, তমালিকা কর্মকার, প্রভা প্রমুখ।

ঈদের তৃতীয় দিন

এটিএন বাংলা
টেলিছবি  : পিতৃদায় ॥ প্রচার : বিকেল ৩টা ৪৫ মিনিট ॥ রচনা : এটিএম শামসুজ্জামান ও পরিচালনা : মাহফুজ আহমেদ ॥  অভিনয় : মামুনুর রশীদ, এটিএম শামসুজ্জামান, মাহফুজ আহমেদ, সুমাইয়া শিমু প্রমুখ ॥

নাটক :  সেই চোখ  ॥ প্রচার : রাত ৭টা ৪৫ মিনিট ॥  রচনা : আলী ইমরান ও পরিচালনা : জাহিদ হাসান ॥ অভিনয়ে : জাহিদ হাসান, মৌ, তুষার খান, রোমানা, তারিক স্বপন, হাসান ফেরদৌস প্রমুখ ॥  
 
নাটক : প্রকৃতস্থ ॥ প্রচার : রাত ৮.৫০ মিনিট ॥ রচনা : বিপাশা হায়াত ও পরিচালনা : তৌকীর আহমেদ ॥  অভিনয়ে : তারিন, তৌকীর আহমেদ, মৌসুমী, পরেশ আচার্য্য প্রমুখ ॥

চ্যানেল আই
নাটক : জব্বর আলীর টাকার খেলা ॥ প্রচার : সকাল ১০টা ৩০ মিনিট ॥ কাহিনী, সংলাপ ও চিত্রনাট্য করেছেন আমজাদ হোসেন, পরিচালনায় সোহেল আরমান ॥ অভিনয় করেছেন আমজাদ হোসেন, গাজী রাকায়েত, ফরীদ আলী, চিত্রলেখা গুহ, আফজাল শরীফ প্রমুখ ॥

টেলিফিল্ম : চার বিবি ॥ প্রচার : বেলা ১২টা ০৫ মিনিট ॥ রচনা মাহবুবা শাহরীন ও পরিচালনা করেছেন ডি এ তায়েব ॥ অভিনয় করেছেন সোহেল খান, আবদুল কাদের, খায়রুন কাদের, নাফিজা জাহান, লারা লোটাস, ফাহমিদা শান্তা এবং ডি এ তায়েব ॥

টেলিফিল্ম : আমার কথাটি ফুরালো ॥ প্রচার : রাত ১টা ৩০ মিনিট ॥ রচনা ও পরিচালনা করেছেন আফজাল হোসেন ॥ অভিনয়ে : আফজাল হোসেন, সজল, অপি করিম প্রমুখ ॥

নাটক : ক্ষোভ ॥ প্রচার : ৭টা ৫০ মিনিট ॥রাবেয়া খাতুনের গল্প অবলম্বনে এর নাট্যরূপ দিয়েছেন জিনাত হোসেন যূথী, পরিচালনা করেছেন নাহিদ আহমেদ পিয়াল ॥ অভিনয়ে রোকেয়া প্রাচী, আজাদ আবুল কালামসহ অনেকে।

নাটক : অপদার্থ ॥ প্রচার : রাত ৯.৩০ মিনিট ॥ গল্প : ও হেনরি, নাট্যরূপ : শুভাশিষ সিনহা। চিত্রনাট্য ও পরিচালনা আবুল হায়াত ॥ অভিনয়ে : শাহেদ শরীফ খান, নাতাশা হায়াত, যতি সিনহা, আবুল হায়াত, প্যারিস, সাইকা আহমেদ প্রমুখ।

এনটিভি
টেলিফিল্ম : যে জীবন ফড়িংয়ের ॥ প্রচার : দুপুর ২ টা ৩০ মিনিট ॥ মাসুদ হাসান উজ্জ্বলের রচনা ও পরিচালনায় এতে অভিনয় করেছেন অপি করিম, রিপন ও সোয়েব।

নাটক : মৃত্যু ও মায়ার গল্প ॥ প্রচার : রাত ৮টা ১৫ মিনিট ॥ অমিতাভ রেজা ও কৃষ্ণেন্দু চট্টোপাধ্যায়ের নাট্যরূপে এবং অমিতাভ রেজার পরিচালনায় নাটকটিতে অভিনয় করেছেন চঞ্চল চৌধুরী, জয়া আহসান, কৃষ্ণেন্দু চট্টোপাধ্যায় প্রমুখ ॥

নাটক : নত্র অথবা নির্জনতার গল্প ॥ প্রচার : রাত ১১টা ১৫ মিনিট ॥ শফিকুর রহমান শান্তনুর রচনা ও হুমায়ূন ফরীদির পরিচালনায় নাটকটিতে অভিনয় করেছেন সুমাইয়া শিমু, লিটু আনাম, জিতু আহসান ও হুমায়ুন ফরীদি।

আরটিভি
নাটক : ওল্ড ইজ গোল্ড ॥ প্রচার : বিকাল ২টা ৪৫ মিনিট ॥ রচনা ও পরিচালনা : নোমান রবিন ॥ অভিনয় করেছেন হাসান মাসুদ, বন্যা মির্জা, কাজী রাজু, রাশেদ মামুন অপু, তানভির অপু, অন্তু করিম প্রমুখ।

লস্ট এন্ড ফাউন্ড ॥ রাত ৯ :০০ টা ॥ রচনা ও পরিচালনা. মোস্তফা কামাল রাজ ॥
অভিনয়ে :  মোশাররফ করিম, তিশা, মোন্তাসির সাজু, বাবর, আনিকাসহ  আরো অনেকে ॥

বাংলাভিশন
নাটক : আরমান ভাই কয়া পারছে ॥ প্রচার : রাত ৮ টা ১০ মিনিট ॥ রচনা ও পরিচালনা : সাগর জাহান ॥ অভিনয়ে: জাহিদ হাসান, তিশা, মনিরা মিঠু, আরফান প্রমুখ ॥

নাটক : ভিনদেশি তারা ॥ প্রচার : রাত ১১টা ১৫ মিনিট। রচনা : ইফফাত আরেফিন তন্বী, পরিচালনা : ফাহমিদা ইরফান ॥ অভিনয়ে : অপি করিম, আনিসুর রহমান মিলন, শহীদুল আলাম সাচ্চু প্রমুখ ॥

দেশটিভি
টেলিফিল্ম : লিটল অ্যাঞ্জেল আই অ্যাম ডাইং ॥ প্রচার : দুপুর ৩টা ০২ মিনিট ॥ রচনা : আবদুল্লাহ মোহাম্মাদ সাদ ॥ পরিচালনা : ওয়াহিদ তারেক ॥ অভিনয়ে : মৌটুসী বিশ্বাস, আলিফ চৌধুরী  এবং ঈশা প্রমুখ ॥

নাটক: শূন্যে ॥ সন্ধ্যা ৭টা ৪৫ মিনিট ॥ রচনা ও পরিচালনা : সুবর্ণা মুস্তাফা ॥ অভিনয়ে : জিতু আহসান, ত্রপা মজুমদার, ডলি জহুর, সাজু খাদেম, বন্যা মির্জা, ফারহানা ইসলাম প্রমুখ ॥

ঈদের চতুর্থ দিন

এটিএন বাংলা
টেলিছবি : ঝগড়ালি ॥  বিকেল ৪টা ৩০ মিনিট ॥ রচনা ও পরিচালনা :  মামুনুর রশীদ ॥ অভিনয় : ডলি জহুর, শশী, আ খ ম হাসান, এটিএম শামসুজ্জামান, খুশী, মামুনুর রশীদ প্রমুখ ॥
 
নাটক : নাটক শেষ, ভালবাসা শুরু ॥ রাত ৭টা ৪৫ মিনিট ॥ রচনা ও পরিচালনা :  সাগর জাহান ॥  অভিনয় :  মোশাররফ করিম, তিন্নি, হাসান মাসুদ, সকাল আহমেদ প্রমুখ ॥

নাটক : মেঘ ভাঙ্গা রোদ ॥ রাত ৮টা ৫০ মিনিট ॥ রচনা : মানস পাল ও পরিচালনা : সাইদুল আনাম টুটুল ॥  অভিনয় : মীর সাব্বির, নাদিয়া, জয়ন্ত চট্টোপাধ্যায়, সাবেরী আলম প্রমুখ ॥

চ্যানেল আই
টেলিফিল্ম : নির্জনে নিভৃতে ॥ প্রচার : সকাল ১০টা ৩০ মিনিট ॥ জোবেরা রাহমান লীনুর রচনায় পরিচালনা করেছেন নজরুল ইসলাম অভিনয়ে অপূর্ব, নওশিন, নোভা প্রমুখ ॥

টেলিফিল্ম : ফিরে যাবার বেলা ॥ প্রচার : বেলা ১২টা ৩০ মিনিট ॥ ইমদাদুল হক মিলন রচনায় পরিচালনা করেছেন মাহবুবা ইসলাম সুমী ॥ অভিনয়ে : মাহফুজ আহমেদ, নিপুণ, মাহবুবা ইসলাম সুমি প্রমুখ ॥

টেলিফিল্ম : ওপারেতে সর্বসুখ ॥ প্রচার : বিকেল ৩টা ১৫ মিনিট ॥ রচনা রকিবুল ইসলাম পল্টু। পরিচালনায় লুৎফুন নাহার মৌসুমী ॥ এ টেলিফিল্মে অভিনয় করেছেন লুৎফুর রহমান জর্র্জ, কুসুম সিকদার, প্রাণ রায় প্রমুখ ॥

নাটক : নীল বোতাম ॥ প্রচার : রাত ৭টা ৫০ মিনিট ॥ গল্প : হুমায়ূন আহমেদ, নাট্যরূপ : ওয়াহিদ ইবনে রেজা, পরিচালনা : আলভী আহমেদ ॥ অভিনয়ে : হুমায়ুন ফরীদি, জয়া আহসান, মাজনুন মিজান প্রমুখ।

নাটক : বেড়ায় তে খায় ॥ প্রচার : ৯টা ৩৫ মিনিট ॥ রচনা ও পরিচালনা করেছেন ফেরদৌস হাসান ॥ অভিনয়ে : আবুল হায়াত, দিলারা জামান, শাহেদ শরীফ খান, সুমাইয়া সিমু, মৌনতা প্রমুখ ॥

এনটিভি
টেলিফিল্ম : ইতি এবং... ॥ প্রচার : দুপুর ২ টা ৩০ মিনিট ॥ রচনা ও পরিচালনা : রায়হান খান ॥ অভিনয়ে : নোভা, মোশাররফ করিম, হিল্লোল, দীপা খন্দকার, মুনিরা মিঠু, মাহমুদুল ইসলাম মিঠু প্রমুখ ॥

নাটক : অরূপার জন্য ॥ প্রচার : রাত  ৮টা ১৫ মিনিট ॥ রচনা ও পরিচালনায় : মেজবাউর রহমান সুমন ॥ অভিনয়ে : ইন্তেখাব দিনার, কান্তা মাসউদ ॥

আরটিভি
নাটক : ব্যাচেলর ভাড়াটিয়া ॥ প্রচার : দুপুর ২টা ৪৫ মিনিট ॥ রচনা : গোলাম রাব্বানী, পরিচালনা : শাহীন কবির টুটুল ॥ অভিনয়ে : হাসান মাসুদ, সিদ্দিক, হুমায়রা হিমু, আলিশা, কাদেরী, ছবি প্রমুখ ॥

নাটক : ইতি শিউলী ॥ প্রচার : রাত ৯ টায় ॥ রচনা : মাসুম রেজা,  চিত্রনাট্য ও পরিচালনা : সুমন আনোয়ার ॥ অভিনয়ে : ফজলুর রহমান বাবু, সাবিহা জামান, আহমেদ রুবেল ॥

বাংলাভিশন
নাটক : অন্য আলোয় মানুষগুলো ॥ প্রচার : রাত ৮টা ১০ মিনিট ॥ রচনা ও পরিচালনা : আলভী আহমেদ ॥ অভিনয়ে : তিশা, শাহরিয়ার নাজিম জয়, শহীদুজ্জামান সেলিম, ইলোরা গহর, শামীমা নাজনীন প্রমুখ।

নাটক : একটি মধ্যবিত্ত ভাবনা ॥ প্রচার : রাত ১১টা ১৫ মিনিট ॥ রচনা : সাগর জাহান; পরিচালনা : সকাল আহমেদ ॥ অভিনয়ে : আনিসুর রহমান মিলন, সুমাইয়া শিমু, কে এস ফিরোজ, আরফান আহমেদ প্রমুখ ॥

একুশে টিভি
নাটক : পাগলী তোমার সঙ্গে ॥   প্রচার : রাত ১১টা ৩০ মিনিট ॥ চয়নিকা চৌধুরীর পরিচালনায় নাটকের বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন হিল্লোল , প্রভা, মমীর সাব্বির সহ আরো অনেকে ॥

দেশটিভি
টেলিফিল্ম : কপথে মন ॥ প্রচার : দুপুর ৩টা ০২মিনিট ॥ রচনা ও পরিচালনা: আলভি আহমেদ ॥ অভিনয়ে : শহিদুজ্জামান সেলিম, তিশা, মাহমুদুল ইসলাম মিঠু, শামিমা নাজনীন, শাহাদাৎ হোসেন প্রমুখ ॥

নাটক: গোপন কথা এবং লোডশেডিং ॥ প্রচার : সন্ধ্যা ৭টা ৪৫ মিনিট ॥ রচনা : মুহাম্মদ জাফর ইকবাল, পরিচালনা : সারা যাকের ॥ অভিনয়ে : সাবেরী আলম, জয়ন্ত চট্টোপাধ্যায়, লুৎফর রহমান জর্জ, রওনক হাসান, স্বাগতা প্রমুখ ॥

নাটক : তিতির ও শঙ্খচিল ॥ প্রচার : রাত ১২টা ॥ রচনা ও পরিচালনা : শাহরিয়ার নাজিম জয় ॥ অভিনয়ে : মামুনুর রশীদ, কে এস ফিরোজ, তৌকীর আহমেদ, আজিজুল হাকিম, সুমাইয়া শিমু, ইলোরা গহর, জয়ন্ত চট্টোপাধ্যায়, শাহরিয়র নাজিম জয় প্রমুখ ॥

ঈদের পঞ্চম দিন

এটিএন বাংলা
টেলিছবি : ওয়ার্ড নাম্বার ৭৭ ॥ প্রচার : বিকেল ৪টা ৪০ মিনিট ॥ রচনা : সিদ্দিকুর রহমান ও পরিচালনা : নরেশ ভূঁইয়া ॥ অভিনয়ে : চঞ্চল চৌধুরী, তিশা, সিদ্দিকুর রহমান, জ্যোতি, হিল্লোল, কে এস ফিরোজ, মিঠু প্রমুখ ॥

নাটক : কাঁচা গাব পাকা গাব ॥ রাত ৭টা ৪৫ মিনিট ॥  রচনা ও পরিচালনায় : মীর সাব্বির ॥   অভিনয় : মীর সাব্বির, নাদিয়া, ডা. এজাজ, সাজু খাদেম, জর্জ, ইনামুল হক, মাসুদ আলী খান প্রমুখ ॥

নাটক : অটোসাজেশন ॥ রাত ৮টা ৫০ মিনিট  ॥  রচনা : শামীম আহমেদ ও  পরিচালনা : কায়সার আহমেদ ॥  অভিনয়  : তৌকীর আহমেদ, ঈশিতা, আবুল হায়াত, ডলি জহুর, সায়েম সামাদ প্রমুখ ॥

চ্যানেল আই
টেলিফিল্ম : রঙিন শাড়ি ॥ প্রচার : বেলা ১২ টা ৩৫ মিনিট  ॥ রচনা : শেখ জহিরুল হক এবং চিত্রনাট্য ও পরিচালনা : শাহনেওয়াজ কাকলী ॥ অভিনয়ে : প্রাণ, অপর্ণা, তাহসিন, শহিদুল আলম সাচ্চু, মোমেনা চৌধুরী, শামীমা নাজনীন, বিল্পব প্রসাদ প্রমুখ। ।

টেলিফিল্ম : পেন্ডুলাম ॥ প্রচার : বিকেল ৩টা ০৫ মিনিট ॥ রচনা আনিসুল হক ও পরিচালনা ইফতেফার আহম্মেদ ফাহমি ॥ অভিনয়ে : মোনালিসা, তানজিকা, মিশু সাব্বির প্রমুখ ॥

নাটক : আই লাভ ইউ, মি টু ॥ প্রচার : রাত ৭ টা ৫০ মিনিট ॥ রচনা ও পরিচালনা করেছেন ইফতেখার চৌধুরী ॥  অভিনয়ে আরেফিন শুভ, সোহেল খান, ববি, ডা. এজাজ প্রমুখ ॥

নাটক : ক্রস এ্যাকশন ॥ প্রচার : রাত ৯টা ৩৫ মিনিট ॥ রচনা ফারিয়া হোসেন ও পরিচালনা করেছেন আরিফ খান ॥ অভিনয়ে আফসানা মিমি, শহিদুজ্জামন সেলিম, অর্ষা, কল্যাণ প্রমুখ ॥

এনটিভি
টেলিফিল্ম : বিনেসুতা ॥ প্রচার : দুপুর ২টা ৩০ মিনিট ॥ রচনা ও পরিচালনা : সুমন আনোয়ার ॥ অভিনয়ে : ফারহানা মিলি, হিল্লোল, ফজলুর রহমান বাবু, দিলারা জামান, তাসমিয়া হোসেন ॥

নাটক : শূন্যমানব ॥ প্রচার : রাত  ৮টা ১৫ মিনিট ॥ রচনা : বিপাশা হায়াত, পরিচালনা : তৌকীর আহমেদ ॥ অভিনয়ে : সুইটি, তৌকির আহমেদ, আবুল হায়াত, ওয়াহিদা মল্লিক জলি ॥

নাটক : অদৃশ্য রমণী ॥ রাত ১১টা ৩০ মিনিট ॥ পরিচালনা : আকরাম খান ॥ অভিনয়ে : মাহফুজ, জয়া আহসান, সারিকা ॥

বাংলাভিশন
নাটক : মেমোরি লেন ॥ প্রচার : রাত ৮টা ১০ মিনিট ॥ রচনা: মাসুম রেজা; পরিচালনা : শামীমা শাম্মী ॥ অভিনয়ে : বিপাশা হায়াত, অপূর্ব, শহীদুজ্জামান সেলিম প্রমুখ ॥

নাটক : ... এবং হুমায়রা বেগম ॥ প্রচার : রাত ১১টা ১৫ মিনিট ॥ রচনা ও পরিচালনা: ইদ্রিস হায়দার ॥ অভিনয়ে : হাসান মাসুদ, বিন্দু, দিতি, আইরিন, মিশু, কাজী রাজু প্রমুখ ॥

আরটিভি
টেলিফিল্ম : আই লাভ ইউ তিনটি কারণে ॥ প্রচার : দুপুর ২ টা ৪৫ মিনিট ॥ রচনা ও পরিচালনা : মোহন খান ॥ অভিনয়ে : মীর সাব্বির, রওনক হাসান, সাবাবা, অরুণা বিশ্বাস, শোয়েব প্রমুখ।

নাটক : মোহর শেখ ॥ প্রচার : সন্ধ্যা ৬টা ৩০ মিনিট ॥ রচনা: বৃন্দাবন দাস, পরিচালনা: সালাউদ্দিন লাভলু ॥ অভিনয়ে: আমিরুল হক চৌধুরী, সালাহউদ্দিন লাভলু, মোশাররফ করিম, চঞ্চল চৌধুরী, বৃন্দাবন দাস, শাহনাজ খুশি, ছন্দা, আলভী, নাফিজা, সাজু প্রমুখ।

নাটক: খন্দকার ইলেকট্রনিক্স ॥ প্রচার : রাত ৯.০০ টায় ॥ রচনা ও পরিচালনা: নোমান রবিন ॥ অভিনয়ে : হাসান মাসুদ, বাধন, রাশেদ মামুন অপু, তুষার মাহমুদ, জয় রাজ, ইভা ফারহানা, তন্দ্রা ঈশিকা, তমাল, অন্তু করিম, পলাশ হাসান, শিমুল প্রমুখ।

দেশটিভি
টেলিফিল্ম : কাঁটা ॥ দুপুর ৩টা ০২ মিনিট ॥ রচনা: শহীদুল জহির। পরিচালনা: অনিমেষ আইচ ॥ অভিনয়ে : মামুনুর রশীদ, শহিদুজ্জামান সেলিম, মোশারফ করিম, দীপান্বিতা, অপূর্ব মজুমদার প্রমুখ।

নাটক : মায়ের কাছে ফেরা ॥ প্রচার : সন্ধ্যা ৭টা ৪৫ মিনিট ॥     গল্প : আনোয়ারা সৈয়দ হক, চিত্রনাট্য ও পরিচালনা : মুনিরা মোরশেদ মুন্নী ॥ অভিনয়ে : নির্ঝর, ফারহানা মিঠু, আরমান পারভেজ মুরাদ, মিলি মুনশী প্রমুখ।

ঈদের ষষ্ঠ দিন

চ্যানেল আই
নাটক : নত্রের ছোঁয়া ॥ প্রচার : বেলা ২টা ৩০ মিনিট ॥ ফজলুল করিমের রচনায় নাটকটি পরিচালনা করেছেন বিল্লালউদ্দিন আহমেদ ॥  

নাটক : ভয় অভয় ॥  প্রচার : রাত ৭টা ৫০ মিনিট ॥ রচনা : সাগর জাহান, পরিচালনা : শামিমা আক্তার বেবী ॥ অভিনয় করেছেন হুমায়ুন ফরীদি, জাহিদ হাসান, রোমানা প্রমুখ।

নাটক : ঘটক ॥  প্রচার : রাত ৯ টা ৩৫ মিনিট ॥ রচনা ও পরিচালনা : গীতালি হাসান ॥ অভিনয়ে : ফজলুর রহমান বাবু, নওশীন, শাহেদ শরীফ খান, আরফান প্রমুখ ॥

এনটিভি
নাটক : জীনের বাদশাহ সরফরাজ ॥ সময় : রাত ৮টা ১৫ মিনিট ॥  মুহম্মদ জাফর ইকবালের রচনা ও মোরশেদুল ইসলামের পরিচালনায় নাটকটিতে অভিনয় করেছেন আহমেদ রুবেল, ফারহানা মিঠু, জাহাঙ্গীর খান, ইশা, অংকন, আনিকা, স্বচ্ছ, রানা, অন্ত আজাদ প্রমুখ ॥

নাটক : চিলেকোঠার গল্প ॥ প্রচার : রাত ১১টা ৩০ মিনিট ॥ রওনক হাসানের রচনা ও সাজ্জাদ সুমনের পরিচালনায় নাটকটিতে অভিনয় করেছেন ফারহানা মিলি, ইরেশ যাকের, রওনক হাসান প্রমুখ ॥

আরটিভি
নাটক : কুফা মজিদ ॥ প্রচার : দুপুর ২টা ৪৫ মিনিট ॥ রচনা ও পরিচালনা : শফিকুর রহমান শান্তনু।
অভিনয়ে : রাইসুল ইসলাম আসাদ, হিল্লোল, বাঁধন প্রমুখ।

নাটক : প্রথম দেখা ॥ প্রচার : রাত ৯ টায়  ॥  রচনা : সেঁজুতি নাসির, পরিচালনা : সেঁজুতি নাসির ॥ অভিনয়ে : সজল , বিন্দু প্রমুখ ॥

বাংলাভিশন
নাটক : অপরিচিত ॥ প্রচার : রাত ৮টা ১০ মিনিট ॥ রচনা ও পরিচালনা : অনিমেষ আইচ। অভিনয়ে: অপি করিম, ফারজানা চুমকি, পার্থ প্রমুখ ॥

দেশটিভি
টেলিফিল্ম : মাইন্ড গেম ॥ প্রচার : দুপুর ৩ টা ০২ মিনিট ॥ মূল গল্প : সত্যজিৎ রায়। নাট্যরূপ ও পরিচালনা : গোলাম সোহরাব দোদুল ॥ অভিনয়ে : রাইসুল ইসলাম আসাদ, জেনী, রুনা খান, তুষার খান, এস এম মহসীন, স্বাধীন খসরু, শতাব্দী ওয়াদুদ প্রমুখ।

নাটক : আমরা সমুদ্র দেখতে গিয়েছিলাম ॥ প্রচার : সন্ধ্যা ৭টা ৪৫ মিনিট ॥ রচনা ও পরিচালনা : বিপাশা হায়াত। অভিনয়ে : তৌকির আহমেদ, জয়া আহসান, আল মনসুর প্রমুখ।

একুশে টিভি
নাটক : ফাঁকা ॥ প্রচার : রাত ১১টা ৩০ মিনিট ॥ ফজলুল হক আকাশের রচনা ও দীপু হাজরার পরিচালনায় নাটকের বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন হাসান মাসুদ, নাজনীন হাসান চুমকী সহ আরো অনেকে ॥    

ঈদের সপ্তম দিন

এনটিভি
নাটক : প্রেম ও একটি দুঃস্বপ ॥ রাত ৯টায় ॥ রচনা : শুভাশীষ সমীর, পরিচালনা : আশরাফী মিঠু ॥ অভিনয়ে : সজল, সারিকা, লুৎফর রহমান জর্জ ॥

দেশটিভি
টেলিফিল্ম : বিউটি অ্যান্ড দ্য বিস্ট ॥ প্রচার : দুপুর ৩ টা ০২    মিনিট ॥    রচনা ও পরিচালনা : তানভীর হোসেন প্রবাল ॥ অভিনয়ে : অপি করিম, ইন্তেখাব দিনার প্রমুখ ॥

নাটক : না পাঠানো চিঠি ॥ প্রচার : সন্ধ্যা ৭টা ৪৫ মিনিট ॥ কবিতা : সুনীল গঙ্গোপাধ্যায়। নাট্যরূপ : মাতিয়া বানু শুকু। পরিচালনা : সুমনা সিদ্দিকী ॥ অভিনয়ে : সোহানা সাবা, আহসানুল হক মিনু, ডলি জহুর, আলমগীর হোসেন, ফরিদা লিমা, সুমন সাহা, দ্বৈত বনতুলশী প্রমুখ ॥

বাংলাদেশ স্থানীয় সময় ১৯২৩, সেপ্টেম্বর ০৯, ২০১০

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।