ঢাকা, বৃহস্পতিবার, ১৫ জ্যৈষ্ঠ ১৪৩২, ২৯ মে ২০২৫, ০১ জিলহজ ১৪৪৬

বিনোদন

নোবেলের বাবা মোজাফফর নান্নু করোনা আক্রান্ত

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১:৪৮, মে ২৬, ২০২০
নোবেলের বাবা মোজাফফর নান্নু করোনা আক্রান্ত

ঢাকা: গায়ক মাঈনুল আহসান নোবেলের বাবা মোজাফফর এইচ নান্নু করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন।

মঙ্গলবার (২৬ মে) রাত সাড়ে ৯টার দিকে বাংলানিউজকে এ খবর নিশ্চিত করেন তিনি নিজেই।

বলেন, গত ১৭ মে (রোববার) করোনা ভাইরাস শনাক্তকরণে নমুনা দিয়েছিলাম।

এরপর ২১ মে (বৃহস্পতিবার) রিপোর্ট আসে আমার করোনা পজিটিভ। বর্তমানে আইসোলেশনে আছি।

তিনি এও বলেন, করোনা ভাইরাসের কোনো উপসর্গ নেই শরীরে। এছাড়া শারীরিকভাবে সুস্থই আছি।

তার বাড়ি গোপালগঞ্জ সদর উপজেলার ঘোষের চড় এলাকার দক্ষিণপাড়ায়। সেখানেই তিনি আইসোলেশনে আছেন। তিনি লতিফপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান ছিলেন বলে জানা গেছে।

বাংলাদেশ সময়: ২১৪৫ ঘণ্টা, মে ২৬, ২০২০
টিএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।