ঢাকা, বৃহস্পতিবার, ১৫ জ্যৈষ্ঠ ১৪৩২, ২৯ মে ২০২৫, ০১ জিলহজ ১৪৪৬

বিনোদন

আমার ব্যক্তিগত পছন্দের একটি গান ‘বেঁচে নেই’: অটমনাল মুন

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০:৫২, মে ৩০, ২০২০
আমার ব্যক্তিগত পছন্দের একটি গান ‘বেঁচে নেই’: অটমনাল মুন

নিজের সুর-সংগীতেই গান করে থাকেন গায়ক-সংগীত পরিচালক অটমনাল মুন। অন্যের সুরে তাকে খুব একটা গাইতে দেখা যায় না।

তবে এবার অটামনাল মুন অন্যের সুরে গাইলেন। নব্বই দশকের সফল সংগীত পরিচালক মেহেদির সুর-সংগীতে ‘বেঁচে নেই’ শিরোনামের গানে কণ্ঠ দিলেন তিনি।

মুনের কণ্ঠের এ গানের কবিতাটি লিখেছেন স্যামুয়েল হক। গানটি স্থান পেয়েছে এই ঈদে প্রকাশ হওয়া ‘মেহেদি মিক্সড ৩’ অ্যালবামে।  এটি প্রকাশ করেছে তিন যুগ পার করা দেশের অন্যতম অডিও-ভিডিও প্রযোজনা প্রতিষ্ঠান জি সিরিজ।

এ গান প্রসঙ্গে অটামনাল মুন বলেন, আমি সাধারণত আমার নিজের লেখা, সুর ও সংগীতে কাজ করি। ‘বেঁচে নেই’ গানটি ভীষণ পছন্দ হয়েছে। তাই কাজটি করেছি। আমার বিশ্বাস, শ্রোতাদেরও ভালো লাগবে।

এই সময়কার অন্যতম গুণী সংগীত পরিচালক অটামনাল মুন। নানাবিধ বাদ্যযন্ত্রের মিশেলে তিনি এমন সব মিউজিক সৃষ্টি করেন, যা শ্রোতাদের মনের ভেতরে সহজে জায়গা করে নেয়। মুনের সুর-সংগীতে দেশের অনেক খ্যাতনামা শিল্পীরা গান করেছেন।

ভিডিও:

 

বাংলাদেশ সময়: ১০৫২ ঘণ্টা, মে ৩০, ২০২০
ওএফবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।