ঢাকা, বৃহস্পতিবার, ১৫ জ্যৈষ্ঠ ১৪৩২, ২৯ মে ২০২৫, ০১ জিলহজ ১৪৪৬

বিনোদন

আরমান আলিফের নতুন গান ‘কান্না’ 

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯:৫৮, মে ৩০, ২০২০
আরমান আলিফের নতুন গান ‘কান্না’ 

দেশীয় সংগীতশিল্পীদের মধ্যে ইউটিউবে সবচেয়ে বেশি আলোচিত গানের শিল্পীর নাম আরমান আলিফ। শুধু তাই নয়, দ্বিতীয় সর্বোচ্চ ভিউয়ার্স পাওয়া গানটিও তার। 

নেট দুনিয়ায় তুমুল জনপ্রিয় এই তরুণ সংগীতশিল্পীর ক্যারিয়ারে ভাটা পড়লেও গান প্রকাশ করছেন কিছুদিন পরপরই। আর ঈদ উৎসবটা তো বিশেষ।

তাই এবারের ঈদে আরমান আলিফ শ্রোতাদের উপহার দিয়েছেন ‘কান্না’ শিরোনামের গান।  

এটি আরমান আলিফের নতুন গান। এর কথা লিখেছেন ও সুর করেছেন শিল্পী নিজেই। সংগীতায়োজন করেছেন মুশফিক লিটু৷ দেশের অন্যতম অডিও-ভিডিও প্রযোজনা প্রতিষ্ঠান জি সিরিজের ইউটিউব চ্যানেলে প্রকাশ পেয়েছে গানটি।  

এ গান প্রসঙ্গে আরমান আলিফ বলেন,  ঈদ মানেই আনন্দের উৎসব। কিন্তু এবারের ঈদে আনন্দের চেয়ে হতাশা আর আতঙ্কই বেশি। কাকতালীয়ভাবে আমার গানের নামেও রয়েছে বিষাদের শব্দ। ‘কান্না’ গানটি আমার নিজেরই অনেক প্রিয়। আশা করছি, শ্রোতাদের কাছেও এটি ভালোবাসা পাবে।

ভিডিও:

 

বাংলাদেশ সময়: ১৯৫৯ ঘণ্টা, মে ৩০, ২০২০
ওএফবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।