ঢাকা, মঙ্গলবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

বিনোদন

থিয়েটারকর্মীদের খাবার দিচ্ছেন সালমান খান

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৫৭ ঘণ্টা, জুন ১, ২০২০
থিয়েটারকর্মীদের খাবার দিচ্ছেন সালমান খান

ভারতে করোনা ভাইরাসের প্রাদুর্ভাব দেখা দেওয়ার শুরু থেকে নানাভাবে ক্ষতিগ্রস্তদের সহায়তা দিচ্ছেন বলিউড অভিনেতা সালমান খান। অর্থ ও খাদ্য সহায়তা দিয়ে তিনি পাশে দাঁড়িয়েছেন দিনমজুরদের। খাবার পৌঁছে দিতে বিশেষ ফুড ট্রাক রাস্তায় নামিয়েছেন ভাইজান।

এবার মুম্বাইয়ের থিয়েটারকর্মীদের জন্য খাদ্য সহায়তা পাঠানো শুরু করেছেন সালমান খান। থিয়েটারকর্মীদের জন্য রোববার (৩১ মে) দুইটি ফুড ট্রাকে করে পারেলের দামোদর নাট্যগৃহ এবং দাদারে শ্রী শিবাজি মন্দির নাট্যগৃহে খাবার পাঠিয়েছেন তিনি।

প্রতিদিন মুম্বাই শহরের বিভিন্ন স্থানে এই খাবার পাঠাচ্ছেন এই অভিনেতা।

এদিকে, সম্প্রতি মুম্বাই পুলিশকে হ্যান্ড স্যানিটাইজার দিয়েছেন সালমান খান। এছাড়া পানভেলের একটি গ্রামের বাসিন্দাদের নিত্য প্রয়োজনীয় খাদ্যসামগ্রী দিয়েছেন তিনি।

ভারতে লকডাউন শুরু হওয়ার সময় থেকে পানভেলের নিজের ফার্মহাউজে অবস্থান করছেন সালমান খান। সেখানে তিনি পরিবারের বেশ কয়েকজন সদস্য ও বন্ধুদের নিয়ে অবস্থান করছেন। সেখান থেকেই দুইটি মিউজিক ভিডিও প্রকাশ করেছেন এই বলিউড সুপারস্টার।

বাংলাদেশ সময়: ১৫৫৭ ঘণ্টা, জুন ০১, ২০২০
জেআইএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।