ঢাকা, সোমবার, ১৪ আশ্বিন ১৪৩২, ২৯ সেপ্টেম্বর ২০২৫, ০৬ রবিউস সানি ১৪৪৭

বিনোদন

সুশান্ত’র সঙ্গে আর টেনিস খেলা হলো না সানিয়ার

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪:৪০, জুন ১৫, ২০২০
সুশান্ত’র সঙ্গে আর টেনিস খেলা হলো না সানিয়ার সুশান্ত সিং রাজপুত ও সানিয়া মির্জা

সুশান্ত সিং রাজপুত শুধু যে হাসিখুশি আর আমুদে একটা মানুষ ছিলেন তা নয়, তিনি স্বপ্ন দেখতেও ভালোবাসতেন। তার একঝাক স্বপ্ন রীতিমতো ডায়েরিতে লিখেছিলেন তিনি। একে একে সেসব পূরণের পথিমধ্যেই থমকে গেল তার জীবন।

সুশান্ত নিজের হাতেই লিখে গেছেন ৫০টি ইচ্ছের কথা। প্লেন ওড়াতে শিখব, বা’হাতে ক্রিকেট খেলব, ট্রেনে ইউরোপ ঘুরব, ১০০টি শিশুকে নাসা-ইসরোতে ওয়ার্কশপে পাঠাব।

ছোটবড় এমন ৫০টি স্বপ্ন ছিল অভিনেতার। ধীরে ধীরে এগোচ্ছিলেন সেইসব স্বপ্নপূরণের দিকে। কিন্তু তার আগেই জীবনযুদ্ধে হেরে গেলেন সুশান্ত সিং রাজপূত।

সুশান্তের সেই ৫০টি ইচ্ছের মধ্যে একটি ছিল কোনও এক প্রথম সারির টেনিস তারকার সঙ্গে টেনিস খেলা। সানিয়া মির্জার সঙ্গে খেলতে চেয়েছিলেন তিনি। কিন্তু সেই ইচ্ছেপূরণের আগেই চলে গেলেন এই প্রতিভাবান অভিনেতা। এভাবে সুশান্তের চলে যাওয়াটা তাই একটু বেশিই কষ্ট দিচ্ছে সানিয়াকে।

সুশান্তের মৃত্যুসংবাদ যেন বিশ্বাস করতে পারছেন না টেনিস সুন্দরী। এক টুইটার পোস্টে সানিয়া মির্জা বলেন, ‘সুশান্ত তুমি তো বলেছিলে একদিন আমার সঙ্গে টেনিস খেলবে। তুমি এত হাসিখুশি, প্রাণবন্ত ছিলে, যেখানে যেতে সেখানেই সবাইকে খুশি রাখতে পারতে। কখনও বুঝতেই দিতে না, এত কষ্ট তোমার। গোটা বিশ্ব তোমাকে মিস করবে। এটা লেখার সময়ও কেঁপে উঠছি আমি। হে বন্ধু! ভাল থেকো। ’

সানিয়া একা নন, সুশান্তের অকালমৃত্যুতে শোকাহত গোটা ক্রীড়াজগত। বিরাট কোহলি বলেছেন, ‘এটা মেনে নেওয়া খুব কঠিন। ওর আত্মার শান্তি কামনা করছি। ঈশ্বর ওর পরিবার ও বন্ধুদের শক্তি দিন। ’

রোহিত শর্মা বলেন, ‘খবরটা প্রচণ্ড হতাশাজনক। বিশ্বাসই হচ্ছে না এমনটা হয়েছে। সত্যি দুর্ভাগ্যজনক। ’

শচীন টেণ্ডুলকার বলেন, ‘সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর খবরে আমি স্তম্ভিত। তরুণ এবং প্রতিভাবান অভিনেতা ছিল সে। ওর পরিবার এবং বন্ধুদের প্রতি সমবেদনা রইল। ’

বাংলাদেশ সময়: ১৪৪০ ঘণ্টা, জুন ১৫, ২০২০
এমকেআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।