ঢাকা, রবিবার, ১২ আশ্বিন ১৪৩২, ২৮ সেপ্টেম্বর ২০২৫, ০৫ রবিউস সানি ১৪৪৭

বিনোদন

‘লর্ড অব দ্য রিংস’ ও ‘অ্যালিয়েন’ অভিনেতা ইয়ান হোম আর নেই

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১:৫৬, জুন ১৯, ২০২০
‘লর্ড অব দ্য রিংস’ ও ‘অ্যালিয়েন’ অভিনেতা ইয়ান হোম আর নেই অভিনেতা ইয়ান হোম

পিটার জ্যাকসনের ‘লর্ড অব দ্য রিংস’ ট্রিলজির বিলবো ব্যাগিনস’খ্যাত ইংরেজ অভিনেতা স্যার ইয়ান হোম ৮৮ বছর বয়সে মারা গেছেন।

রিডলি স্কট পরিচালিত ‘অ্যালিয়েন’, ‘চ্যারিয়টস অব ফায়ার’সহ আরও অনেক সিনেমার জনপ্রিয় অভিনেতা ইয়ান হোম।

দ্য গার্ডিয়ানকে ইয়ান হোমের প্রতিনিধি বলেন, অত্যন্ত দুঃখের সঙ্গে জানাচ্ছি যে, আজ (১৯ জুন) সকালে স্যার ইয়ান হোম মারা গেছেন।

হাসপাতালে শান্তিপূর্ণ পরিবেশেই তিনি পরিবার-স্বজন পরিবেষ্টিত হয়ে মৃত্যুবরণ করেন। তিনি ছিলেন মনোরম, দয়ালু ও অসাধারণ মেধাবী। আমরা তার প্রচণ্ড অভাববোধ করবো।

বাংলাদেশ সময়: ২১৫৫ ঘণ্টা, জুন ১৯, ২০২০
এমকেআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।