ঢাকা, শনিবার, ১২ আশ্বিন ১৪৩২, ২৭ সেপ্টেম্বর ২০২৫, ০৪ রবিউস সানি ১৪৪৭

বিনোদন

শ্বাসকষ্ট নিয়ে হাসপাতালে বলিউডের কোরিওগ্রাফার সরোজ খান

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮:১৮, জুন ২৪, ২০২০
শ্বাসকষ্ট নিয়ে হাসপাতালে বলিউডের কোরিওগ্রাফার সরোজ খান

‘এক দো তিন’, ‘ধাক ধাক কারনে লাগা’, ‘চোলি কে পিছে ক্যায়া হ্যায়’ এবং ‘ডোলা রে ডোলা’র মতো বলিউডের অসংখ্য জনপ্রিয় গানের কোরিওগ্রাফার সরোজ খান। শ্বাসকষ্টজনিত সমস্যা নিয়ে তিনি হাসপাতালে ভর্তি হয়েছেন।

বিষয়টি নিশ্চিত করে পরিচালক কুনাল কোহলি ভারতীয় সংবাদমাধ্যমকে জানান, সরোজের প্রচণ্ড শ্বাসকষ্ট দেখা দিলে কয়েকদিন আগে তাকে মুম্বাইয়ের গুরু নানক হাসপাতালে ভর্তি করা হয়।  

সরোজের পরিবার থেকে জানানো হয়েছে, হাসপাতালে ভর্তি করার পর তার করোনা টেস্ট করানো হয়েছে।

ফল নেগেটিভ এসেছে এবং তিনি এখন আগের চেয়ে অনেক ভালো আছেন। কয়েকদিনের মধ্যে বাসায় ফিরতে পারবেন।

৭১ বছর বয়সী এই নৃত্যশিল্পী বলিউডের অন্যতম একজন তারকা কোরিওগ্রাফার। দীর্ঘদিন ধরে সিনেমার গানের কোরিওগ্রাফ করছেন তিনি। পেয়েছেন ভারতের জাতীয় চলচ্চিত্র পুরস্কার।
 
সর্বশেষ ২০১৯ সালে মুক্তিপ্রাপ্ত করণ জোহরের ‘কলঙ্ক’ সিনেমায় তিনি ‘টাবা হো গায়ে’র কোরিওগ্রাফ করেন। এই গানের সঙ্গে নাচেন মাধুরী দীক্ষিত। এই অভিনেত্রীর সঙ্গে দীর্ঘদিন কাজ করছেন তিনি। সরোজ খান মাধুরী অভিনীত বহু সিনেমার গানের কোরিওগ্রাফার।

বাংলাদেশ সময়: ১৮১৭ ঘণ্টা, জুন ২৪, ২০২০
জেআইএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।