ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

বিনোদন

মা-বাবা হলেন কেটি পেরি ও ওর‌ল্যান্ডো ব্লুম

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৫৯ ঘণ্টা, আগস্ট ২৭, ২০২০
মা-বাবা হলেন কেটি পেরি ও ওর‌ল্যান্ডো ব্লুম

মার্কিন সংগীতশিল্পী কেটি পেরি ও ইংরেজ অভিনেতা ওরল্যান্ডো ব্লুমের ঘরে নতুন অতিথির আগমন ঘটেছে। কন্যা সন্তানের মা-বাবা হলেন তারা।

তারা দু’জনেরই জাতিসংঘের ইউনিসেফের শুভেচ্ছা দূত হিসেবে কাজ করছেন।  তাই ইউনিসেফের অফিসিয়াল ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট থেকেই ঘোষণা দেওয়া হয়েছে এ সুখবর।  

ইউনিসেফের শেয়ার করা ছবিতে দেখা যায়, কেটি ও ওরল্যান্ডো দু’জনেই তাদের সদ্যজাত সন্তানের ছোট্ট হাতটি ধরে রেখেছেন। শিশুটির নামও ঘোষণা করা হয়েছে, ডেইজি ডাভ ব্লুম।  

নতুন সন্তানকে কোলে পেয়ে যার-পর-নাই উচ্ছ্বসিত তারকা দম্পতি। তাদের ভাষায়, ‘আমাদের মেয়েটির নিরাপদ ও সুস্থ আগমনে আমরা ভালোবাসা ও বিস্ময়ে ভেসে যাচ্ছি। ’

ইউনিসেফের সঙ্গে যৌথ বিবৃতিতে কেটি-ওরল্যান্ডো দম্পতি আরও বলেন, ‘কিন্তু আমরা জানি, আমরা অনেক সৌভাগ্যবান। আমাদের মতো শান্তিপূর্ণ প্রসবকালীন অভিজ্ঞতা সবার ভাগ্যে জোটে না। বিশ্বজুড়ে বহু মানুষ স্বাস্থ্যকর্মীর অভাবে এমন অভিজ্ঞতা পায় না। প্রতি ১১ সেকেন্ডে একজন মা অথবা নবজাতক মারা যাচ্ছে, যার অধিকাংশই প্রতিরোধ করা সম্ভব। কোভিড-১৯ মহামারির কারণে এই ঝুঁকি আরও বেড়েছে। কারণ রোগ প্রতিরোধকারী নিরাপদ পানি, সাবান, ভ্যাক্সিন ও ওষুধপত্রের অভাব বেড়ে গেছে। ’

এই তারকাদম্পতি আরও বলেন, নবজাতকের মা-বাবা হিসেবে এটা ভাবতে গিয়ে আমাদের হৃদয় ভেঙে যাচ্ছে। কারণ সংগ্রামী সকল মা-বাবার প্রতিই আমরা সহানুভূতিশীল। ইউনিসেফের শুভেচ্ছা দূত হিসেবে আমরা জানি, প্রশিক্ষিত স্বাস্থ্যকর্মী ও গুণগতমানসম্পন্ন স্বাস্থ্যসেবা যেন প্রতিটি গর্ভবতী মা পেতে পারেন তা নিশ্চিত করতে যা যা করা দরকার তা সবই করার চেষ্টা করে যাচ্ছে ইউনিসেফ।  

উল্লেখ্য, ২০১৬ সাল থেকেই কেটি পেরি ও ওরল্যান্ডো ব্লুমের প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। ২০১৭তে সম্পর্কে একবার ভাঙন ঘটলেও ২০১৮তে তা আবার জোড়া লাগে। ২০১৯ সালের ফেব্রুয়ারিতে তাদের বাগদান সম্পন্ন হয়।

বাংলাদেশ সময়: ১৫০০ ঘণ্টা, আগস্ট ২৭, ২০২০
এমকেআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।