ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

বিনোদন

‘ব্ল্যাক প্যান্থার’খ্যাত অভিনেতা চ্যাডউইক বোসম্যানের মৃত্যু

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০১৭ ঘণ্টা, আগস্ট ২৯, ২০২০
‘ব্ল্যাক প্যান্থার’খ্যাত অভিনেতা চ্যাডউইক বোসম্যানের মৃত্যু

মার্ভেল সিনেমাটিক ইউনিভার্সের ‘ব্ল্যাক প্যান্থার’খ্যাত অভিনেতা চ্যাডউইক বোসম্যান মাত্র ৪৩ বছর বয়সেই মারা গেলেন। গত চার বছর ধরে তিনি কোলন ক্যান্সারের সঙ্গে লড়াই করছিলেন।

শুক্রবার (২৮ আগস্ট) যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলস এলাকায় নিজের বাড়িতেই তিনি মারা যান। এসময় তার স্ত্রী ও পরিবারের সদস্যরা পাশেই ছিলেন। বোসম্যানের মুখপাত্র এ খবর আন্তর্জাতিক সংবাদসংস্থা এপিকে জানিয়েছে।  

বোসম্যানের পরিবার থেকে বলা হয়, ‘তিনি ছিলেন সত্যিকারের একজন যোদ্ধা। এসবের মধ্য দিয়েই চ্যাডউইক আপনাদের অনেক সিনেমা উপহার দিয়েছেন, আর তা আপনারা পছন্দও করেছেন। ‘মার্শাল’ থেকে শুরু করে ‘দা ফাইভ ব্লাডস’, অগাস্ট উইলসনের ‘মা রেইনি’স ব্ল্যাক বটম’ এবং আরও কিছু সিনেমার কাজ তিনি একদিকে চালিয়ে গেছেন, অন্যদিকে একইসময়ে তার একের পর এক সার্জারি ও কেমোথেরাপি চলেছে। ‘ব্ল্যাক প্যান্থার’ সিনেমায় কিং টি’চালা চরিত্রে অভিনয় তার ক্যারিয়ারে অনেক সম্মানজনক কাজ ছিল। ’ 

তবে বোসম্যান কখনো সবার সামনে এ বিষয়গুলো নিয়ে কথা বলেননি।

সাউথ ক্যারোলিনায় জন্ম নেওয়া চ্যাডউইক বোসম্যান হাওয়ার্ড ইউনিভার্সিটি থেকে স্নাতক সম্পন্ন করেন। ২০১৩ সালে টেলিভিশনে অভিনয় শুরু করলেও খুব দ্রুতই তিনি হলিউডের নজরে আসেন। আর শিগগিরই তিনি তারকা হয়ে ওঠেন।

টি’চালা চরিত্রটিই তার ক্যারিয়ারের সর্বোচ্চ সম্মান বয়ে আনে। চরিত্রটি সূচিত হয়েছিল ২০১৬ সালের ব্লকবাস্টার মার্ভেল মুভি ‘ক্যাপ্টেন আমেরিকা: সিভিল ওয়ার’। এরপর ২০১৮ সালে মুক্তি পায় তার ‘ব্ল্যাক প্যান্থার’ সিনেমাটি। এ চরিত্রে তাকে সবশেষ দেখা গেছে ‘অ্যাভেঞ্জার্স: এন্ডগেম’ সিনেমার হৃদয়বিদারক দৃশ্য টনি স্টার্কের মৃত্যুকালে।  

বাংলাদেশ সময়: ১০১৫ ঘণ্টা, আগস্ট ২৯, ২০২০
এমকেআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।