ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

বিনোদন

সামরিক কবরস্থানে সমাহিত হলেন কে এস ফিরোজ

স্টাফ করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৩৪ ঘণ্টা, সেপ্টেম্বর ৯, ২০২০
সামরিক কবরস্থানে সমাহিত হলেন কে এস ফিরোজ কে এস ফিরোজ

অভিনেতা কে এস ফিরোজকে রাজধানীর বনানীতে সামরিক কবরস্থানে সমাহিত করা হয়েছে। বুধবার (০৯ সেপ্টেম্বর) দুপুর ২টা ১৫ মিনিটে তার দাফন সম্পন্ন হয়েছে।

এর আগে সামরিক কবরস্থানের মসজিদে বাদ জোহর তার জানাজা অনুষ্ঠিত হয়। কে এস ফিরোজ করোনা আক্রান্ত থাকায় তার দাফনে খুব বেশি মানুষের সমাগম করতে দেওয়া হয়নি।

বরেণ্য এই অভিনেতার দাফনের সময়ে উপস্থিত ছিলেন অভিনেতা আহসানুল হক মিনু, অভিনেতা আহসান হাবীব নাসিম, নাট্যপ্রযোজক সাজু মুনতাসির, নাট্যনির্দেশক নরেশ ভূঁইয়াসহ বেশ কয়েকজন থিয়েটারকর্মী।

আরও পড়ুন>> বর্ষীয়ান অভিনেতা কে এস ফিরোজ আর নেই

অভিনয় শিল্পী সংঘের সাধারণ সম্পাদক ও অভিনেতা আহসান হাবীব নাসিম বাংলানিউজকে বলেন, কে এস ফিরোজ ভাইকে শেষ শ্রদ্ধা জানাতে আমরা দাফনের সময় উপস্থিত ছিলাম। তিনি করোনা আক্রান্ত ছিলেন, তাই যথাযথ নিয়ম মেনে তার দাফন সম্পন্ন হয়েছে। এর আগে সামরিক কবরস্থানেই তার জানাজা অনুষ্ঠিত হয়।

এর আগে বুধবার (৯ সেপ্টেম্বর) সকাল ৬টা ২০ মিনিটে রাজধানীর সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) বিশিষ্ট অভিনেতা কে এস ফিরোজ (৭৬) শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তিনি করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মারা যান।

বাংলাদেশ সময়: ১৫৩৪ ঘণ্টা, সেপ্টেম্বর ০৯, ২০২০
জেআইএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।