ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

বিনোদন

আসছে রহস্য আর রোমাঞ্চে ভরা ওয়েব সিরিজ ‘ইনফিনিটি’

নিউরুম এডিটর | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৪৭ ঘণ্টা, সেপ্টেম্বর ১০, ২০২০
আসছে রহস্য আর রোমাঞ্চে ভরা ওয়েব সিরিজ ‘ইনফিনিটি’ আসছে ওয়েব সিরিজ ‘ইনফিনিটি’

নির্মাতা মেহেদি হাসিব গতানুগতিক ধারার বাইরে গিয়ে নির্মাণ করছেন ওয়েব সিরিজ ‘ইনফিনিটি’। নির্মাণের আগে চিন্তা করেছেন, ওয়েব সিরিজের লুক অ্যান্ড ফিল হতে হবে আলাদা, গল্পে থাকতে হবে ভিন্নতা, তবেই বাংলাদেশি ওয়েব সিরিজের জনপ্রিয়তা বাড়বে।

 

কারণ, তরুণ প্রজন্ম এখন অনেক স্মার্ট, মুঠোফোন ও হাই স্পিড ইন্টারনেটের বদৌলতে তাদের হাতে আজ চয়েজ করার অনেক অপশন। তারা ভালো গল্পের পাশাপাশি স্ক্রিনে হলিউড ধাঁচের ভিএফএক্সের খেলা আশা করে।  
  
রহস্যে আর রোমাঞ্চে ভরা থাকে সিক্রেট সার্ভিস এজেন্টদের জীবন। কিন্তু নিজের মামার ল্যাবে ঘটে যাওয়া এক বিশেষ কারণ এজেন্ট মুরাদের জীবনকে নিয়ে যায় এক অন্য উচ্চতায়। কি ঘটেছিলো মামার ল্যাবে? কেনো মুরাদের এতো শত্রু? মুরাদ কী পারবে ইতিহাসের সবচাইতে স্মার্ট শত্রুর মোকাবিলা করতে? পারবে বাংলাদেশকে রক্ষা করতে এক ভয়ঙ্কর শত্রুর হাত থেকে? 

এসব প্রশ্নের উত্তর দর্শক পেয়ে যাবেন ওয়েব সিরিজ ‘ইনফিনিটি’র প্রথম সিজনে, যা মুক্তি পেতে পাচ্ছে রোববার ( ১৩ সেপ্টেম্বর) আলোচিত ও জনপ্রিয় অনলাইন প্ল্যাটফর্ম বিঞ্জ-এ! 

৭ পর্বের এই অ্যাকশন থ্রিলারে অভিনয় করেছেন সময়ের জনপ্রিয় অভিনেতা শরীফুল রাজ ও টয়া, সঙ্গে আরও আছেন মুকিত জাকারিয়া, শক্তিশালী অভিনেতা সুমন আনোয়ার, মাসুম বাশার, আমীরুল ইসলাম ও তানভির’সহ অনেকেই।
 
পরিচালক মেহেদি হাসিব জানান, গল্পের প্রয়োজনে ও চিত্রনাট্য বিশ্বাসযোগ্যভাবে ফুটিয়ে তোলার প্রয়োজনে বানাতে হয়েছিলো ৫টি ভিন্ন ভিন্ন ব্যতিক্রমধর্মী সেট। সেই সঙ্গে একটি বিশাল ক্রোমা সেট। বাজেট ও পারিপার্শ্বিকতার সমন্বয় ঘটাতে ১৭ টি ভিন্ন ভিন্ন জোনে ৭ পর্বের ইনিফিনিটি ওয়েব সিরিজটির শুটিং শেষ করতে হয়েছিলো মাত্র ৭ দিনেই, যার মধ্যে বেশ কয়েকদিন একটানা ২০ থেকে ২২ ঘণ্টা শুটিং করতে হয়।  

সিরিজে ব্যবহার করা হয়নি কোনও ট্রাইপড, মানে এতে স্থির কোনো শট নেওয়া হয়নি। পনি আবেদিনের ক্রিয়েটিভ ডাইরেকশনে ও কস্টিউমে সিরিজটির স্ক্রিপ্ট রেডি করেছেন ম্যাক্স রহমান এবং ক্যামেরায় ছিলেন ডিওপি রাজু রাজ। মিউজিক করেছেন এল এম জি বিটস এর শুভ্র। সেটের দায়িত্বে ছিলেন সুমন।  

এই ওয়েব সিরিজের এক্সিকিউটিভ প্রডিউসার ও প্রডাকশন হাউজ মোশনরক এন্টারটেইনমেন্ট’র কর্ণধার মাসুদুল হাসান। তিনি জানান, গল্প ও প্লট, পারফেক্ট কাস্টিং, সেট, আধুনিক ভি এফ এক্স, মিউজিক- সবকিছুই চমৎকার সমন্বয় করে বানানো হয়েছে ‘ইনফিনিটি’। দর্শকরা এতে নতুন কিছু দেখতে পাবেন।

বাংলাদেশ সময়: ১৫৪৭ ঘণ্টা, সেপ্টেম্বর ১০, ২০২০
ওএফবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।