ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

বিনোদন

সুবর্ণা মুস্তাফার টেলিফিল্ম 'ভোরের ট্রেন'

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২০২ ঘণ্টা, সেপ্টেম্বর ১৫, ২০২০
সুবর্ণা মুস্তাফার টেলিফিল্ম 'ভোরের ট্রেন'

মাসুম শাহরিয়ারের রচনায় সাইদুর রহমান রাসেল পরিচালনা করেছেন টেলিফিল্ম 'ভোরের ট্রেন'।  

টেলিফিল্মটির কেন্দ্রীয় একটি চরিত্রে অভিনয় করেছেন গুণী অভিনেত্রী সুবর্ণা মুস্তাফা।

এছাড়া আরও রয়েছেন- তাসনিয়া ফারিন, খায়রুল আলম সবুজ, নাফিসা চৌধুরী নাফা, মহসিন আলম, রিনা রহমান, আহসান হাবিব নাসিম প্রমুখ।  

এর গল্পে দেখা যাবে, নদীর ধারের একটা মফস্বল শহরে বৃদ্ধা মাকে নিয়ে তিন ভাইয়ের যৌথ পরিবার। বড় ভাই আমজাদ সাহেব বাড়ির প্রধান। বাড়ির সবাই তাকে ভয় পায়। ছোট ভাই আদনান দু’বছর হয় বিয়ে করেছে, তার স্ত্রী রূপা গর্ভবতী।  

এই পরিবারের মেজো ভাই আলতফ বছর পাঁচ আগে হঠাৎ করে মারা যায়। তার স্ত্রী শাহনা এবং মেয়ে জয়া এ বাড়িতেই থাকে। জয়া এবার এসএসসি পরীক্ষা দিয়েছে। পরীক্ষা যেদিন শেষ হয় তার পরদিনই কোনো এক পাত্রপক্ষ জয়াকে দেখতে আসে। জয়া বাধ্য হয়ে সেজেগুজে পাত্রপক্ষের সামনে গিয়ে বসে। আমজাদ সাহেবের কথার উপর এ বাড়ির কেউ কথা বলে না। জয়া তার মার কাছে কান্নাকাটি করে।  
শাহনা তার ভাসুরকে ভয়ে ভয়ে বলে, এখন বিয়ে কি দরকার? আমজাদ সাহেব ধমক দেন। আমজাদ সাহেব বলেন পাত্র পছন্দ না হলে বলো আমি আরো পাত্র সন্ধান করব। কিন্তু এ বাড়ির মেয়েদের এই বয়সেই বিয়ে হবে...। এভাবে এগিয়ে যাবে টেলিফিল্মটির গল্প।

আগামী বুধবার (১৬ সেপ্টেম্বর) বিকেল ৩টা ০৫ মিনিটে চ্যানেল আইতে প্রচার হবে 'ভোরের ট্রেন'।

বাংলাদেশ সময়: ২২০১ ঘণ্টা, সেপ্টেম্বর ১৫, ২০২০
জেআইএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।