ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

বিনোদন

বাংলাদেশ টেলিভিশনে মহালয়া উপলক্ষে ‘শারদপ্রাতে’

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৪৭ ঘণ্টা, সেপ্টেম্বর ১৬, ২০২০
বাংলাদেশ টেলিভিশনে মহালয়া উপলক্ষে ‘শারদপ্রাতে’ বিটিভিতে মহালয়া উপলক্ষে ‘শারদপ্রাতে’

আগামী ২২ অক্টোবর থেকে শুরু হচ্ছে সনাতন ধর্মাবলম্বীদের সর্ববৃহৎ ধর্মীয় উৎসব ‘শারদীয় দুর্গাপূজা’।  

দেবী দুর্গার আগমন উপলক্ষে চলতি বছর দুর্গোৎসবের ১ মাস আগে ব্যাপক উদ্দীপনায় হিন্দুধর্মাবলম্বীরা মহালয়া উদযাপন করছেন।

তারই ধারাবাহিকতায় বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) সকাল ৮ টার সংবাদের পর বাংলাদেশ টেলিভিশনে প্রচার হবে মহালয়ার বিশেষ অনুষ্ঠান ‘শারদপ্রাতে’।

আশ্বিনের শারদপ্রাতে বেজে উঠেছে আলোক মঞ্জীর;
ধরণীর বহিরাকাশে অন্তরিত মেঘমালা;
প্রকৃতির অন্তরাকাশে জাগরিত জ্যোতির্ময়ী জগন্মাতার আগমন বার্তা।

অনুষ্ঠানে চণ্ডী পাঠ করবেন প্রমোদ দত্ত (শ্লোক পাঠ) ও বাংলা অনুবাদ পাঠ করবেন দীপক কুমার গোস্বামী।

সংগীত পরিবেশন করবেন- মহাদেব ঘোষ, চম্পা বনিক, অলক সেন ও দেবলীনা সুর। এছাড়াও গানের সঙ্গে নৃত্য পরিবেশন করবেন তৃনা মজুমদার ও তার দল (ত্রিশূল)।  

বিটিভির পরিচালক (অনুষ্ঠান ও পরিকল্পনা) জগদীশ চন্দ্র এষ’র সার্বিক তত্ত্বাবধানে অনুষ্ঠান প্রযোজনায় আফরোজা সুলতানা। গ্রন্থনা ও নির্দেশনায় সুমন সাহা। সংগীত পরিচানায় ফোয়াদ নাসের বাবু।

বাংলাদেশ সময়: ১৫৪৬ ঘণ্টা, সেপ্টেম্বর ১৬, ২০২০
ওএফবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।