ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

বিনোদন

তানভীর মোকাম্মেলের মুকুটে আরও একটি স্বর্ণপালক

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৪৩ ঘণ্টা, অক্টোবর ২, ২০২০
তানভীর মোকাম্মেলের মুকুটে আরও একটি স্বর্ণপালক

বাংলাদেশের খ্যাতিমান চলচ্চিত্র নির্মাতা তানভীর মোকাম্মেলের সম্মানের মুকুটে আরও একটি স্বর্ণপালক যুক্ত হলো। চলচ্চিত্র ও সংস্কৃতিতে বিশেষ অবদান রাখার জন্য তাঁকে ‘আন্তর্জাতিক জীবনকৃতি সম্মাননা’ দিয়েছে পশ্চিমবঙ্গের ‘অশোকনগর’ পত্রিকা।

 

২০২১ সালের ফেব্রয়ারিতে যাদবপুর বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠেয় সংবর্ধনা অনুষ্ঠানে ‘লালসালু’খ্যাত এই নির্মাতাকে সম্মাননা দেওয়া হবে। সেখানে তানভীর মোকাম্মেলকে তাঁর চলচ্চিত্র বিষয়ে বক্তব্য রাখার আমন্ত্রণ জানানো হয়েছে। সম্মাননাটি গ্রহণ ও অনুষ্ঠানে উপস্থিত থাকতে সম্মতি জানিয়েছেন দেশের এই গুণী পরিচালক।  

বাংলাদেশ ফিল্ম ইনস্টিটিউটের পরিচালক তানভীর মোকাম্মেল নির্মিত বিখ্যাত চলচ্চিত্রগুলোর মধ্যে রয়েছে ‘নদীর নাম মধুমতি’, ‘চিত্রা নদীর পাড়ে’, ‘লালসালু’, ‘লালন’, ‘জীবনঢুলি’ ইত্যাদি। প্রামাণ্যচিত্র নির্মাণেও তিনি বিশেষ কৃতিত্ব রেখেছেন। তার নির্মিত প্রামাণ্যচিত্রের মধ্যে রয়েছে, ‘দ্য গার্মেন্ট গার্ল অব বাংলাদেশ’, ‘রাইডার্স টু সুন্দরবনস’, ‘এ টেল অব দ্য যমুনা রিভার’, ‘দ্য প্রমিসড ল্যান্ড’, ‘তাজউদ্দীন আহমেদ: অ্যান আনসাং হিরো’, ‘দ্য জাপানিজ ওয়াইফ’, ‘স্বপ্নভূমি’ ও ‘১৯৭১’ অন্যতম।

চলচ্চিত্রে বিশেষ অবদানের জন্য ২০১৭ সালে সম্মানজনক একুশে পদক লাভ করেন তানভীর মোকাম্মেল। ১৯৯৬ সালে ‘নদীর নাম মধুমতী’, ১৯৯৯ সালে ‘চিত্র নদীর পাড়ে’ ও ২০০১ সালে ‘লালসালু’ সিনেমার জন্য জাতীয় চলচ্চিত্র পুরস্কার অর্জন করেন তিনি।  

বাংলাদেশ সময়: ২০৪৩ ঘণ্টা, অক্টোবর ০২, ২০২০
এমকেআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।