ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

বিনোদন

মোদীর প্রেরণায় নতুন প্রকল্পের ঘোষণা দিলেন করণ জোহর

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭১২ ঘণ্টা, অক্টোবর ৩, ২০২০
মোদীর প্রেরণায় নতুন প্রকল্পের ঘোষণা দিলেন করণ জোহর ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে চলচ্চিত্রকার করণ জোহর

শো বিজনেসে কীভাবে ‘শো অফ’ করতে হয়, তা খুব ভালোভাবেই জানেন করণ জোহর। স্বজনপোষণের অভিযোগের পর এবার যখন মাদক নিয়ন্ত্রণ ব্যুরো-এনসিবি’র নজর তার দিকে, ঠিক তখনই তিনি ঘোষণা দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর প্রেরণায় ভারতের ৭৫তম স্বাধীনতা দিবসে তার বিশেষ প্রকল্প আসতে যাচ্ছে।

 

একসময় সামাজিকমাধ্যমে সদা সক্রিয় ছিলেন বলিউডের প্রভাবশালী নির্মাতা করণ জোহর। লকডাউন ঘোষণা হওয়ার পরও তা বজায় ছিল। ছন্দপতন হয় সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর পর। ‘নেপোটিজম’ বা স্বজনপোষণ নিয়ে সরাসরি করণ জোহরকে কাঠগড়ায় দাঁড় করান কঙ্গনা রানৌত। আক্রমণের মুখে পড়েন নেটিজেনদেরও। তারপর দুই মাসের বেশি সময় তিনি চলে যান অন্তরালে। এরপর টুইটারে ফিরলেও তার পোস্ট সংখ্যা হাতে গোনা মাত্র।

সম্প্রতি করণ জোহরের নির্মাতা প্রতিষ্ঠান ধর্মা প্রোডাকশন্সের সঙ্গে যুক্ত এক প্রযোজককে তলব করে এনসিবি। এরপর করণ জোহর আত্মপক্ষ সমর্থন করে নিজে কখনই মাদক নেন না এবং কাউকে উৎসাহিতও করেন না বলে ঘোষণা দেন তিনি। কাঠগড়ার ওই প্রযোজককেও তিনি ব্যক্তিগতভাবে চেনেন না বলে দাবি করেন। স্বাভাবিকভাবেই নিজের ভাবমূর্তি বজায় রাখতে তিনি বেশ তৎপর হয়েছেন। অনেকের ধারণা, কেন্দ্রীয় সংস্থা এনসিবি’র নজর থেকে বাঁচতে এবার তিনি কেন্দ্রীয় সরকারের উদ্যোগের সঙ্গেই একাত্ম হলেন।

এবার শুক্রবার (২ অক্টোবর) গান্ধীজির জন্মজয়ন্তীতে যুক্ত হলো তার একটি নতুন পোস্ট। সেখানে আগামী বছরের স্বাধীনতা দিবসের প্রস্তুতির কথা জানিয়েছেন বলিউডের প্রযোজক-পরিচালক। পাশাপাশি এই উদ্যোগে অনুপ্রেরণা জোগানোর জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে ধন্যবাদ জানিয়েছেন চৌকষ করণ।

নিজের টুইটারে ৭৫তম স্বাধীনতা দিবসের পরিকল্পনা জানিয়ে বিবৃতি দিয়েছেন করণ। ‘চেঞ্জ উইদিন’ উদ্যোগের সঙ্গে যুক্ত হওয়ার কথা জানিয়েছেন তিনি। তিনি জানান, তার এই উদ্যোগের সঙ্গে যুক্ত হয়েছেন রাজকুমার হিরানি, রোহিত শেঠি, একতা কাপুর, আনন্দ এল. রাই, দীনেশ বিজন ও সাজিদ নাদিয়াদওয়ালার মতো বলিউডের শীর্ষস্থানীয় প্রযোজক-পরিচালকরা। দেশের মানুষের কাহিনি নিজেদের কাহিনির মধ্যে তুলে ধরবেন তাঁরা।

টুইটে করণ জানিয়েছেন, মহাত্মা গান্ধীর ১৫০তম জন্মবার্ষিকীতেও এমন উদ্যোগ নিয়েছিলেন তিনি। এবার আগামী বছরের স্বাধীনতা দিবসের জন্য নতুন কাহিনি তুলে ধরা হবে।

বাংলাদেশ সময়: ১৭১২ ঘণ্টা, অক্টোবর ০৩, ২০২০
এমকেআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।