ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

বিনোদন

যুক্তরাষ্ট্রে স্থায়ী হচ্ছেন তৌকীর-বিপাশা দম্পতি

নিউজরুম এডিটর | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৫৯ ঘণ্টা, অক্টোবর ৩, ২০২০
যুক্তরাষ্ট্রে স্থায়ী হচ্ছেন তৌকীর-বিপাশা দম্পতি বিপাশা-তৌকির

যুক্তরাষ্ট্রে স্থায়ীভাবে বসবাস করার প্রস্তুতি নিয়েছেন তৌকীর আহমেদ ও বিপাশা হায়াত দম্পতি। সেখানে স্থায়ী হওয়ার জন্য তাঁরা সপরিবারে এখন আমেরিকায় অবস্থান করছেন।

অবশ্য তাঁদের আমেরিকা মিশন শুরু হয়েছে করোনা ভাইরাসের প্রকোপ শুরুর আগেই। সবার আগে বিপাশা আমেরিকায় যান। আর চলতি মাসে দুই সন্তানসহ তৌকীর আহমেদ গিয়ে বিপাশার সঙ্গে যোগ দেন। এখন তাঁরা নিউ ইয়র্কে অবস্থান করছেন।  

দেশ ছাড়ার আগে তৌকীর আহমেদ বলেন, ‘ছেলে-মেয়েদের পড়ালেখার কারণেই আমরা যুক্তরাষ্ট্রে যাচ্ছি। এখন ওদের স্কুলে ভর্তি কার্যক্রম সম্পন্ন করবো। এরপর স্থায়ীভাবে থাকার জন্য যেসব শর্ত আছে, সেগুলো পূরণ করার চেষ্টা কররো।

তিনি বলেন, অল্প সময়ের মধ্যেই আবার আমি দেশেও চলে আসবো। আমি অবশ্য যাওয়া-আসার মধ্যেই থাকবো। বিপাশা সেখানে সন্তানদের সঙ্গে অবস্থান করবে।

যুক্তরাষ্ট্রে যাওয়ার আগে তৌকীর আহমেদ ‘রূপালী জোছনায়’ নামের একটি ধারাবাহিক নাটক নির্মাণ করছিলেন। এটি চ্যানেল আইতে প্রচার হচ্ছে। এই নাটকের শুটিং এখনো বাকি আছে। তাঁর মালিকানাধীন ‘নক্ষত্রবাড়ী’ রিসোর্টে নাটকটির শুটিং হয়।

বাংলাদেশ সময়: ২১৫৯ ঘণ্টা, অক্টোবর ০৩, ২০২০
ওএফবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।