ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

বিনোদন

রাজা কাশেফের সুরে রুবায়েত জাহানের কণ্ঠে পূজার গান

নিউজরুম এডিটর | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮১৫ ঘণ্টা, অক্টোবর ৬, ২০২০
রাজা কাশেফের সুরে রুবায়েত জাহানের কণ্ঠে পূজার গান রুবায়েত জাহান

হিন্দুধর্মালম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা। আসছে পূজা উপলক্ষে প্রথমবারের মতো লন্ডন প্রবাসী কণ্ঠশিল্পী রুবায়েত জাহান কণ্ঠে তুলেছেন নতুন পূজার গান।

‘এসেছে দূর্গা মা’ শিরোনামে গানটি লিখেছেন কণ্ঠশিল্পী রুবায়েত জাহান নিজেই। সুর  এবং সংগীতায়োজন করেছেন বিশিষ্ট সংগীত পরিচালক রাজা কাশেফ।

গানটির গল্পনির্ভর ভিডিও নির্মাণ করেছেন সৌমিত্র ঘোষ ইমন। এর ভিডিও চিত্রে শিল্পী রুবাইয়েত জাহানের সঙ্গে মডেল হয়েছেন কাজী নওশাবা আহমেদ, অমিত সিনহা ও মোফাজ্জেল হোসেন। এটি আসছে দুর্গাপূজায় ধ্রুব মিউজিক স্টেশনের ব্যানারে প্রকাশ হবে।

এ ব্যাপারে কণ্ঠশিল্পী রুবায়েত জাহান বলেন, ছোটবেলা থেকে হিন্দু-মুসলিম কাঁধে কাঁধ মিলিয়ে বড় হয়েছি। আমি নিজে মুসলিম হলেও পারস্পরিক প্রতিটি ধর্মকে সম্মান প্রদর্শন করার চেষ্টা করি সবসময়। বিশেষ করে আমার ছোটবেলার বন্ধু মুন্নী দাস কলকাতায় থাকে। মুন্নীকে পূজায় সারপ্রাইজ দেওয়ার জন্য প্রথমবার নিজে গান লিখলাম এবং গাইলাম। আমার গানের ওস্তাদ পণ্ডিত মিহির কান্তি লাল আমার কণ্ঠে এই গানটি শোনার পর খুবই খুশি হয়েছেন এবং ভবিষ্যতে এই ধরনের গান যেনো আরও বেশি করতে পারি সেই উৎসাহও দিয়েছেন।

ভবিষ্যতে ঈদ’সহ অন্যান্য বিশেষ দিনের উৎসবের জন্যও গান করবেন বলে জানান তিনি।

এদিকে, রুবায়েত জাহান করোনা ভাইরাসের আগমনের পর অল্প কিছুদিন গান থেকে বিরতি নিয়েছিলেন। দ্রুতই আবার গানের ভুবনে ফিরে আসেন। করোনার কারণে অন্য অনেক সংগীতশিল্পীই ঘর বন্দি সময় কাটালেও রুবায়েত জাহান ঠিকই নতুন গান তৈরির কাজে ব্যস্ততার সঙ্গেই সময় কাটাচ্ছেন। একের পর এক গান প্রকাশ করে যাচ্ছেন। মেধাবী সংগীত পরিচালক রাজা কাশেফ’র সুর-সংগীতে গান গাওয়ার পাশাপাশি নিজেও গান লিখছেন। সেই গানের ভিডিও নির্মাণও করেছেন রুবায়েত জাহান।

বাংলাদেশ সময়: ১৮১৫ ঘণ্টা, অক্টোবর ০৬, ২০২০
ওএফবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।