ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

বিনোদন

দোজখের গান নিয়ে ‘এপিসেন্টার থ্রি’ ব্যান্ডের আত্মপ্রকাশ

নিউজরুম এডিটর | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৪০ ঘণ্টা, অক্টোবর ৯, ২০২০
দোজখের গান নিয়ে ‘এপিসেন্টার থ্রি’ ব্যান্ডের আত্মপ্রকাশ ‘এপিসেন্টার থ্রি’ ব্যান্ডের আত্মপ্রকাশ

ধর্ষকের বিচার চেয়ে প্রতিবাদ জানাচ্ছেন দেশের সর্বস্তরের মানুষ। অনেকেই নিজের প্রোফাইল পিকচার হিসেবে ব্যবহার করছেন কালো ব্যাজ।

এরই মধ্যে চলচ্চিত্র শিল্পীরাও প্রতিবাদ জানাতে রাস্তায় নেমেছেন।  

সেই ধারাবাহিকতায় ধর্ষণের প্রতিবাদ জানিয়ে নতুন গান নিয়ে হাজির হয়েছে গানের দল ‘এপিসেন্টার থ্রি’। গানটির নাম ‘দোজখের গান’। স্টুডিও লেজি-ট্রির ইউটিউব চ্যানেলে বৃহস্পতিবার (৮ অক্টোবর) প্রকাশ করা হয়েছে এটি। ‘এপিসেন্টার থ্রি’ ব্যান্ডের প্রথম গানেই ফুটে ওঠেছে তাদের প্রতিবাদী ভাষা।

রাত্রি আন্ধার, বন্দুকের ঝোপে, টর্চলাইটে জ্বলা ত্রস্ত চোখ, দেখছে মেয়েটার, একলা মেয়েটার, ওড়না-ছেঁড়া-থ্যাঁতা দেহে দোজখ- এমনই কথার গানটি কথা, সুরের পাশাপাশি কণ্ঠে সেলিম রেজা নিউটন। এর সংগীতায়োজন করেছেন তোয়াসীন এবং শুভ সুলতান। গানটির মিক্সিং ও মাস্টারিং করেছেন শুভ সুলতান এবং পাভেল রফিক।

সেলিম রেজা নিউটন বলেন, ‘গানটি ২০১৬ সালের মার্চ মাসে লেখা ও সুর করা এবং আগস্ট মাসে রেকর্ড করা হয়। সে বছর মার্চ মাসে কুমিল্লার ভিক্টোরিয়া সরকারি কলেজের ইতিহাস বিভাগের ১৯ বছর বয়সী শিক্ষার্থী ও নাট্যকর্মী সোহাগী জাহান তনুকে দলবদ্ধভাবে ধর্ষণ করার পর খুন করা হয়। তার মৃতদেহ উদ্ধার করা হয় কুমিল্লার ময়নামতি সেনানিবাসের অভ্যন্তরের একটি ঝোপ থেকে। এই গান খুন-ধর্ষণের বিরুদ্ধে মানববোধ জাগরণের। ’

সেলিম রেজা নিউটন আরও বলেন, ‘এটি এপিসেন্টার থ্রি ব্যান্ডের প্রথম গান। আমাদের প্রথম অ্যালবামের কাজও শেষ প্রায়। পুরো অ্যালবামের সব গান একসঙ্গে রিলিজ করা হবে ভেবে ‘দোজখের গান’ এতদিন প্রকাশ করা হয়নি।  

এখন সারাদেশে ধর্ষণের সর্বগ্রাসী কালো-ছায়া যেভাবে নেমে এসেছে এবং যেভাবে তার বিরুদ্ধে মানুষ রাস্তায় দাঁড়াতে শুরু করেছেন, তার পরিপ্রেক্ষিতে এই গানটা স্বতন্ত্রভাবে রিলিজ করছে ‘এপিসেন্টার থ্রি’ ব্যান্ড। ’

দোজখ গানের ভিডিওটি ভারতের প্রখ্যাত চিত্রশিল্পী অর্পণা কর’র চিত্রকর্ম দিয়ে সাজানো হয়েছে। অ্যানিমেশন করেছেন সৌরভ রায়। ব্যান্ড সদস্যদের আলোকচিত্রী ছিলেন নিয়ামুন নাহার নিমা ও ব্যান্ডের পোস্টার-গ্রাফিক ডিজাইন করেছেন সেলিম রেজা নিউটন নিজেই।

বাংলাদেশ সময়: ১৬৪০ ঘণ্টা, অক্টোবর ০৯, ২০২০
ওএফবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।