ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

বিনোদন

জন্মদিনে প্রয়াত মাকে নিয়ে স্মৃতিকাতর অপু

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১২১ ঘণ্টা, অক্টোবর ১১, ২০২০
জন্মদিনে প্রয়াত মাকে নিয়ে স্মৃতিকাতর অপু অপু বিশ্বাস

গত সেপ্টেম্বরে মহামারি করোনা ভাইরাসের আক্রান্ত হয়ে মারা যান চিত্রনায়িকা অপু বিশ্বাসের মা শেফালি বিশ্বাস। মাকে হারানোর এক মাস যেতে না যেতে চলে এলো এই তারকার জন্মদিন।

তাই দিনটি এবার আনন্দের নয়, বরং বিরহেই কাটছে তার।

জন্মদিনে প্রয়াত মাকে স্মরণ করে স্মৃতিকাতর হয়ে পড়েছেন অপু বিশ্বাস। ফেসবুকে তা তুলে ধরেছেন ভক্তদের মাঝে।

অপু বিশ্বাস লেখেন, আজ আমার জন্মদিন। সবাই বলেন, জন্মদিনে কী উপহার দেওয়া যায়? কিন্তু আমার সারা জীবনের সেরা প্রাপ্তি আমার মা। তুমি যদি আর একটিবার আমার মুখে পায়েস তুলে খাওয়াতে, তাহলে আমার অনেক বড় উপহার হতো। এই প্রথম তোমার হাতের পায়েস ছাড়া আমার জন্মদিন পার হচ্ছে, ভাবতেও পারিনি। তুমি যেখানে থাকো, অনেক ভালো থেকো মা। আমার এই দিনে তুমি আশীর্বাদ করো, তোমার চাওয়া জয়কে ডাক্তার বানানো, আমি যেন পূরণ করতে পারি।

অপু বিশ্বাসের প্রকৃত নাম অবন্তী বিশ্বাস। ১৯৮৯ সালের ১১ অক্টোবর বগুড়া জেলার সদর থানার কাটনারপাড়া এস কে লেনে তার জন্ম। বাবা উপেন্দ্রনাথ বিশ্বাস এবং মা শেফালী বিশ্বাস দু'জনই প্রয়াত। তিন বোন ও এক ভাইয়ের মধ্যে সবার ছোট অপু। তার শৈশব ও কৈশোর কেটেছে বগুড়াতেই।  

২০০৪ সালে প্রখ্যাত নির্মাতা আমজাদ হোসেনের ‘কাল সকালে’ সিনেমার মধ্য দিয়ে বড় পর্দায় অভিষেক ঘটে অপু বিশ্বাসের। তবে নায়িকা হিসেবে তার প্রথম আত্মপ্রকাশ ২০০৬ সালে।

সে বছর এফ আই মানিক পরিচালিত তার ‘কোটি টাকার কাবিন’ সিনেমাটি মুক্তি পেয়েছিল। এতে শাকিব খানের বিপরীতে অভিনয় করে দর্শক হৃদয়ে জায়গা করে নেন তিনি।

এরপর অপুকে আর পেছনে ফিরে তাকাতে হয়নি। ঢাকাই সিনেমার শীর্ষ নায়ক শাকিব খানের সঙ্গে জুটি বেঁধে ‘পিতার আসন’, ‘চাচ্চু’, ‘দাদি মা’, ‘মিয়া বাড়ির চাকর’, ‘জন্ম তোমার জন্য’, ‘মায়ের হাতে বেহেশতের চাবি’, ‘লাভ ম্যারেজ’সহ অসংখ্য সুপারহিট সিনেমা উপহার দিয়েছেন ঢাকাই সিনেমার জনপ্রিয় এই নায়িকা।  

এছাড়া প্রয়াত নায়ক মান্নার সঙ্গে ‘পিতা মাতার আমানত’ ও ‘বাবা মায়ের সন্তান’, রিয়াজের সঙ্গে ‘বাজাও বিয়ের বাজনা’, রিয়াজ ও ফেরদৌসের সঙ্গে ‘শুভ বিবাহ’, আমিন খানের সঙ্গে ‘পৃথিবী টাকার গোলাম’, কাজী মারুফের সঙ্গে ‘বড় লোকের মেয়ে গরীবের ছেলে’ সিনেমায় দেখা গেছে অপুকে। ১৫ বছরের ক্যারিয়ারে তিনি প্রায় ৮০টির মতো সিনেমায় অভিনয় করেছেন।

নিজের সর্বাধিক সিনেমার নায়ক শাকিব খানের সঙ্গে ২০০৮ সালের ১৮ এপ্রিল গোপনে ঘর বাঁধেন অপু। তাদের সংসারে জন্ম নেয় একমাত্র ছেলে আব্রাহাম খান জয়। ২০১৭ সালে একটি টেলিভিশনে সরাসরি সাক্ষাৎকারের মাধ্যমে অপু বিশ্বাস শাকিব খানের সঙ্গে তার বিয়ের কথা প্রকাশ করেন। তবে তাদের সংসার শেষ পর্যন্ত টেকেনি। ২০১৮ সালের ২২ ফেব্রুয়ারি আনুষ্ঠানিকভাবে শাকিব-অপুর দাম্পত্য জীবনের ইতি ঘটে।

বাংলাদেশ সময়: ১১২১ ঘণ্টা, অক্টোবর ১১, ২০২০
জেআইএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।