ঢাকা, শুক্রবার, ১৪ চৈত্র ১৪৩০, ২৯ মার্চ ২০২৪, ১৮ রমজান ১৪৪৫

বিনোদন

প্রথম জেমস বন্ড শন কনারি আর নেই

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৪৯ ঘণ্টা, অক্টোবর ৩১, ২০২০
প্রথম জেমস বন্ড শন কনারি আর নেই

জেমস বন্ড অভিনেতা স্যার শন কনারি মারা গেছেন। মৃত্যুকালে এই অভিনেতার বয়স হয়েছিল ৯০ বছর।

তিনি রেডিও টাইমস-এর পাঠক এবং দর্শকদের ভোটে ‘সর্বকালের সেরা বন্ড’ নির্বাচিত হয়েছিলেন। কয়েকদশক দীর্ঘ ক্যারিয়ারে অস্কারজয়ী এ অভিনেতা তিনটি গোল্ডেন গ্লোব ও দু’টি বাফটা অ্যাওয়ার্ডস অর্জন করেন।  

শনিবার (৩১ অক্টোবর) আন্তর্জাতিক গণমাধ্যম বিবিসিকে শনের ছেলে জ্যাসন জানান, গতরাতে ঘুমের মধ্যেই না ফেরার দেশে চলে গেছেন কিংবদন্তি অভিনেতা।  

ষাটের দশকের প্রথম জেমস বন্ড হিসেবে ১৯৭১ সাল পর্যন্ত চরিত্রটিতে অভিনয় করেন শন কনারি। কিংবদন্তি এই অভিনেতা ‘দ্য হান্ট ফর রেড অক্টোবর’, ‘ইন্ডিয়ানা জোনস এবং ‘দ্য রকের’ মতো সিনেমাতেও অভিনয় করেছেন।

‘দ্য আনটাচেবল’-এ আইরিশ পুলিশের চরিত্রে অভিনয়ের জন্য কনারি ১৯৮৮ সালে অস্কার পান। বছর বিশেক আগে রানির কাছ থেকে নাইট উপাধি পান। চলতি বছরের আগস্টে তিনি ৯০তম জন্মদিন উদযাপন করেন।

বাংলাদেশ সময়: ১৯৪৯ ঘণ্টা, অক্টোবর ৩১, ২০২০
এমকেআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।