ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

বিনোদন

শুক্রবার জাতীয় নাট্যশালায় প্রাচ্যনাট্যের ‘পুলসিরাত’

নিউজরুম এডিটর  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০১৪ ঘণ্টা, নভেম্বর ৪, ২০২০
শুক্রবার জাতীয় নাট্যশালায় প্রাচ্যনাট্যের ‘পুলসিরাত’ ‘পুলসিরাত’র একটি দৃশ্যে সহশিল্পীদের সঙ্গে আজাদ আবুল কালাম

ফিলিসস্তিনির লেখক ঘাসান কানাফানির উপন্যাস ‘মেই ইন দ্য সান’ অবলম্বনে প্রাচ্যনাটের ৩৫তম প্রযোজনা ‘পুলসিরাত’। এর অনুবাদ করেছেন মাসুমুল আলম।

নাট্যরূপ দিয়েছেন মনিরুল ইসলাম রুবেল। নির্দেশনায় তৌফিকুল ইসলাম ইমন।

শুক্রবার (৬ নভেম্বর) সন্ধ্যা ৭টায় জাতীয় নাট্যশালার মূল মিলনায়তনে মঞ্চায়িত হবে প্রাচ্যনাট্য প্রযোজিত নাটক ‘পুলসিরাত’। মহাকাল নাট্যসম্প্রদায় আয়োজিত ‘বাংলা নাট্য উৎসবে’ স্বাস্থ্যবিধি মেনে নাটকটি মঞ্চায়িত হবে।

এ নাটক সম্পর্কে নির্দেশক তৌফিকুল ইসলাম ইমন জানান, তিনজন মানুষের জীবন যুদ্ধ তুলে ধরা হয়েছে এই নাটকে। এতে কোনো ধর্মীয় বিষয় নেই। কিন্তু ভাগ্য অন্বেষণের তাড়নায় মানুষগুলো শান্তির ঠিকানা খুঁজে পায় কিনা, তা এই নাটকে দেখতে পাবেন দর্শকরা।

নাটকটিতে অভিনয় করছেন আজাদ আবুল কালাম, শাহরিয়ার সজীব, মনিরুল ইসলাম রুবেল, সাইফুল ইসলাম জার্নালসহ আরও অনেকে।

এর গল্পে দেখা যাবে, ভাগ্য বিড়ম্বিত মানুষের মতো আবু কায়েস, আসাদ ও মারওয়ানের জীবন। তবে দুর্ভোগের জীবন ছেড়ে ফিলিস্তিন থেকে স্বপ্নের কুয়েতে পাড়ি জমাতে চায় তারা। বয়সে-প্রজন্মে তিনজন আলাদা হলেও অভিন্ন এক জায়গায়- সবাই বিড়ম্বিত উদ্বাস্তু তারা।

নাটকটির সেট ডিজাইনে শাহীনুর রহমান, সংগীত পরিকল্পনায় নীল কামরুল, আলোক পরিকল্পনায় বাবর খাদেম।  

বাংলাদেশ সময়: ২০১৪ ঘণ্টা, নভেম্বর ০৪, ২০২০
ওএফবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।