ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

বিনোদন

করোনার থাবায় থমকে গেল নেটফ্লিক্সের ‘দ্য উইচার’ শুটিং

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭০৮ ঘণ্টা, নভেম্বর ৮, ২০২০
করোনার থাবায় থমকে গেল নেটফ্লিক্সের ‘দ্য উইচার’ শুটিং ‘দ্য উইচার’ সিরিজের প্রধান তিন চরিত্র

নেটফ্লিক্সের দর্শকপ্রিয় সিরিজ ‘দ্য উইচার’র দ্বিতীয় সিজনের শুটিং চলছিল। তবে দলের বেশ কয়েকজন কলা-কুশলীর করোনা পজিটিভ আসায় আপাতত শুটিং বন্ধ করা হয়েছে।

৮ পর্বে ফ্যান্টাসি মহাকাব্যিক সিরিজটির প্রথম কিস্তি প্রকাশ পায় গত বছরে। দারুণ জনপ্রিয়তা পাওয়া সিরিজটির দ্বিতীয় কিস্তি নির্মাণের কাজ করোনার কারণে থেমে ছিল প্রায় ছয় মাস। নতুন স্বাভাবিকে আবারও শুরু হয় শুটিং পশ্চিম লন্ডনের অ্যারবরফিল্ড স্টুডিওসে। তবে এবার থাবা বসিয়েছে কোভিড-১৯।  

হলিউডভিত্তিক সংবাদমাধ্যম ডেডলাইন জানায়, শনিবার (৭ নভেম্বর) শুটিং দলের বেশ কয়েকজন সদস্যের কোভিড-১৯ পজিটিভ আসে। এরপর প্রত্যেক সদস্যেরই করোনা টেস্ট করার উদ্যোগ নিয়েছে স্ট্রিমার প্ল্যাটফর্ম নেটফ্লিক্স। আক্রান্ত সবাইকে আইসোলেশনে পাঠানো হয়েছে। সবকিছু স্বাভাবিক ও নিরাপদ হওয়ার পর আবার শুরু হবে শুটিং।  

প্রথমবার গত মার্চে অভিনেতা ক্রিস্টোফার হিভজু করোনা আক্রান্ত হওয়ার পর শুটিং বন্ধ করা হয়েছিল। মধ্য-আগস্ট পর্যন্ত শুটিং বন্ধ ছিল। এবার দ্বিতীয়বার আবারও বন্ধ হলো নির্মাণ কাজ।

‘দ্য উইচার’ সিরিজে মূল চরিত্রে গেরাল্ট অব রিভিয়া রূপে অভিনয় করছেন হেনরি ক্যাভিল, পাশাপাশি ইয়েনিফার রূপে অ্যানিয়া চ্যালোট্রা এবং চিরি রূপে ফ্রেয়া অ্যালান অভিনয় করছেন।  

বাংলাদেশ সময়: ১৭০৮ ঘণ্টা, নভেম্বর ০৮, ২০২০
এমকেআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।